Ajker Patrika

মায়ের সঙ্গে কনডেম সেলে ১০ মাসের শিশু, প্রতিবেদন চাইলেন হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ২১: ০৪
Thumbnail image

হবিগঞ্জের কারাগারে কনডেম সেলে মায়ের সঙ্গে থাকা শিশুর বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কারা মহাপরিদর্শক ও হবিগঞ্জ কারা কর্তৃপক্ষকে আগামী ১৮ জানুয়ারি মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

এ ছাড়া কারাগারের কনডেম সেলে মায়ের সঙ্গে থাকা শিশুদের শারীরিক ও মানসিক উন্নয়ন নিশ্চিতে নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, আইনসচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও কারা মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এর আগে ‘ফাঁসির সেলে কেমন আছে ১০ মাসের মাহিদা’ শিরোনামে গত ৩০ নভেম্বর একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। আজ আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। 

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মামলায় পাঁচ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে গত ২৬ অক্টোবর মৃত্যুদণ্ড দেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২। রায় ঘোষণার দিন মা হুছনা আক্তারের সঙ্গে আদালতে এসেছিল ১০ মাসের শিশু মাহিদা। রায়ের পর মায়ের সঙ্গে ওই শিশুর জায়গা হয় কনডেম সেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত