Ajker Patrika

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আরও ৫৭৬ কোটি টাকার বিও হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব অ্যাকাউন্টে ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা রয়েছে।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

তানজির আহমেদ বলেন, সাবেক ভূমিমন্ত্রী, তাঁর পরিবার ও স্বার্থসংশ্লিষ্টদের এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান।

আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী, তাঁর পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের সাত সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়। অনুসন্ধানকালে সাবেক মন্ত্রী ও তাঁর পরিবারের নামে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে কোম্পানির শেয়ারের মালিকানার তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে দুদক জানতে পারে, সাইফুজ্জামান, তাঁর পরিবার ও স্বার্থসংশ্লিষ্টরা এসব শেয়ার অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করতে পারেনি।

এমন পরিস্থিতিতে এসব বিও হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ১৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০ বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে তাঁর দুটি ব্যাংকের হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংকের হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

তারও আগে গত ৭ অক্টোবর সাবেক মন্ত্রী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

গত ৫ মার্চ সাবেক মন্ত্রীর ৩৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়। এরপর গত ৯ মার্চ তাঁর ১০২ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ ও ৯৫৭ বিঘা জমি ক্রোকের নির্দেশ দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত