Ajker Patrika

১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার সুপারিশ সংসদীয় কমিটির

পয়লা ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা ও পালনে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

 আওয়ামী লীগের সাংসদ, সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোছলেম উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। 

সম্প্রতি আলোচনায় আসা সরকারের উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতিবঞ্চিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি। 

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে সমস্যা চিহ্নিত করতে কমিটির সদস্য কাজী ফিরোজ রশিদকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত