Ajker Patrika

যমুনায় উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৫: ১৩
যমুনায় উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস  

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছে।

এ বৈঠক যখন চলছে, তখন দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় এই বন্যার সৃষ্টি হয়েছে। ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সেসব এলাকার জনজীবন। খাবারসহ বিদ্যুৎ ও যোগাযোগসেবা বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে রয়েছে মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত