নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার মোহাম্মদ রিয়াজ থাকেন সৌদি আরবে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে করে তাঁর সৌদি আরব যাওয়ার কথা থাকলেও এখনো তিনি যেতে পারেননি। তাঁকে কিছু জানানোও হয়নি। পরে নিজে খোঁজ নিয়ে জেনেছেন ফ্লাইটের সময় পিছিয়ে রাত সাড়ে ১১টা করা হয়েছে। শুধু রিয়াজ নন, এমন বিড়ম্বনায় হরহামেশাই পড়ছেন প্রবাসীরা। তাঁদের অভিযোগ—বিমানবন্দরে তাঁদের সম্মান দেওয়া হয় না।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ মঙ্গলবার এক গণশুনানির আয়োজন করে। এতে অংশ নিয়ে প্রবাসীরা জানান, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের অবহেলার চোখে দেখা হয়। তাঁদের ঠিকমতো সম্মান দেওয়া হয় না। বিমানবন্দরে পদে পদে ভোগান্তির শিকার হন প্রবাসী শ্রমিকেরা।
গণশুনানিতে সৌদিপ্রবাসী রিয়াজ বলেন, ‘যতবার সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দেশে এসেছি, ততবার দেখেছি বিমানে ফ্লাইট বিলম্ব হচ্ছে। আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যে সেবা পাওয়ার কথা, সেটা আমরা পাচ্ছি না। স্টাফেরা মনে করেন, এয়ারপোর্ট তাঁদের বাবার সম্পত্তি। আমাদের যেন তাঁরা ভিক্ষা দিচ্ছেন। এয়ারপোর্টে আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন, তাঁরাও কোনো সহযোগিতা করেন না।’
আরেক সৌদিপ্রবাসী গোলাম মোস্তফা বলেন, ‘বিমানের ফ্লাইট সব সময় বিলম্ব হয়। কিন্তু অন্য এয়ারলাইনসে এমন সমস্যা হয় না। আর বিমানবন্দরে পাসপোর্টে এন্ট্রি করতে অনেক দেরি হয়। মালামাল বুঝে পেতেও অনেক দেরি হয়। এসব সমস্যার সমাধান দরকার।’
প্রবাসী তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, শাহজালাল বিমানবন্দরে বছরখানেক আগে লাগেজ থেকে তাঁর দামি মোবাইল চুরি হয়েছে। অভিযোগ জানানোর পর বিমানবন্দর থেকে বলা হয়েছে, ‘আপনি পরে আসেন।’ কিন্তু পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বেবিচক আয়োজিত গণশুনানিতে বিদেশি দুই যাত্রীও অংশ নেন। যুক্তরাষ্ট্রের নাগরিক কার্ল অগাস্টসন বিমানবন্দরে সাধারণ যাত্রীদের জন্য ওয়াইফাই সুবিধা নেই বলে জানান।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান যাত্রীদের সমস্যাগুলো শোনেন এবং সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের অবহিত করেন। এ সময় বিমানের ব্যবস্থাপককে গণশুনানিস্থলে পাওয়া যায়নি। পরে পাঁচ মিনিটের মধ্যে বিমানের ব্যবস্থাপককে গণশুনানিতে আসার নির্দেশ দেন বেবিচক চেয়ারম্যান। পরে বিমানের কেউ গণশুনানিতে কেন অংশ নেয়নি, তা জানতে চেয়ে বিমানের স্টেশন ম্যানেজার আরিফুর জামান খানকে লিখিত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘বিমানবন্দরে যাত্রীরা যাতে ভালো ব্যবস্থাপনা পায়, তার জন্য আমরা কাজ করছি। একটা আন্তর্জাতিক বিমানবন্দরে যে সুবিধা থাকার কথা, এখন পর্যন্ত তা আমাদের হয়নি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় পৃথিবীর অন্য বিমানবন্দরে মতো যাত্রীসেবার মানোন্নয়নের চেষ্টা করছি। অনেক পদক্ষেপ নিয়েছি, ভবিষ্যতেও নেব।’
প্রবাসী শ্রমিকদের কাছে দুঃখ প্রকাশ করে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘প্রবাসীরা যে রেভিনিউ পাঠায়, তা আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখছে। কিন্তু প্রবাসীরা আজ যে অনুভূতি প্রকাশ করেছেন, তা দুঃখজনক। যাত্রীদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। উন্নত মানের সেবা দিতে হবে। কেউ যদি সেবা না পান, তাহলে আমাদের হেল্প ডেস্ক তাঁকে সহযোগিতা করবে। যারা সার্ভিস দিতে ব্যর্থ হবেন, তাঁদের জরিমানা করবে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট।’
গণশুনানিতে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসানসহ বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কুমিল্লার মোহাম্মদ রিয়াজ থাকেন সৌদি আরবে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে করে তাঁর সৌদি আরব যাওয়ার কথা থাকলেও এখনো তিনি যেতে পারেননি। তাঁকে কিছু জানানোও হয়নি। পরে নিজে খোঁজ নিয়ে জেনেছেন ফ্লাইটের সময় পিছিয়ে রাত সাড়ে ১১টা করা হয়েছে। শুধু রিয়াজ নন, এমন বিড়ম্বনায় হরহামেশাই পড়ছেন প্রবাসীরা। তাঁদের অভিযোগ—বিমানবন্দরে তাঁদের সম্মান দেওয়া হয় না।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ মঙ্গলবার এক গণশুনানির আয়োজন করে। এতে অংশ নিয়ে প্রবাসীরা জানান, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের অবহেলার চোখে দেখা হয়। তাঁদের ঠিকমতো সম্মান দেওয়া হয় না। বিমানবন্দরে পদে পদে ভোগান্তির শিকার হন প্রবাসী শ্রমিকেরা।
গণশুনানিতে সৌদিপ্রবাসী রিয়াজ বলেন, ‘যতবার সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দেশে এসেছি, ততবার দেখেছি বিমানে ফ্লাইট বিলম্ব হচ্ছে। আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যে সেবা পাওয়ার কথা, সেটা আমরা পাচ্ছি না। স্টাফেরা মনে করেন, এয়ারপোর্ট তাঁদের বাবার সম্পত্তি। আমাদের যেন তাঁরা ভিক্ষা দিচ্ছেন। এয়ারপোর্টে আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন, তাঁরাও কোনো সহযোগিতা করেন না।’
আরেক সৌদিপ্রবাসী গোলাম মোস্তফা বলেন, ‘বিমানের ফ্লাইট সব সময় বিলম্ব হয়। কিন্তু অন্য এয়ারলাইনসে এমন সমস্যা হয় না। আর বিমানবন্দরে পাসপোর্টে এন্ট্রি করতে অনেক দেরি হয়। মালামাল বুঝে পেতেও অনেক দেরি হয়। এসব সমস্যার সমাধান দরকার।’
প্রবাসী তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, শাহজালাল বিমানবন্দরে বছরখানেক আগে লাগেজ থেকে তাঁর দামি মোবাইল চুরি হয়েছে। অভিযোগ জানানোর পর বিমানবন্দর থেকে বলা হয়েছে, ‘আপনি পরে আসেন।’ কিন্তু পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বেবিচক আয়োজিত গণশুনানিতে বিদেশি দুই যাত্রীও অংশ নেন। যুক্তরাষ্ট্রের নাগরিক কার্ল অগাস্টসন বিমানবন্দরে সাধারণ যাত্রীদের জন্য ওয়াইফাই সুবিধা নেই বলে জানান।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান যাত্রীদের সমস্যাগুলো শোনেন এবং সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের অবহিত করেন। এ সময় বিমানের ব্যবস্থাপককে গণশুনানিস্থলে পাওয়া যায়নি। পরে পাঁচ মিনিটের মধ্যে বিমানের ব্যবস্থাপককে গণশুনানিতে আসার নির্দেশ দেন বেবিচক চেয়ারম্যান। পরে বিমানের কেউ গণশুনানিতে কেন অংশ নেয়নি, তা জানতে চেয়ে বিমানের স্টেশন ম্যানেজার আরিফুর জামান খানকে লিখিত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘বিমানবন্দরে যাত্রীরা যাতে ভালো ব্যবস্থাপনা পায়, তার জন্য আমরা কাজ করছি। একটা আন্তর্জাতিক বিমানবন্দরে যে সুবিধা থাকার কথা, এখন পর্যন্ত তা আমাদের হয়নি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় পৃথিবীর অন্য বিমানবন্দরে মতো যাত্রীসেবার মানোন্নয়নের চেষ্টা করছি। অনেক পদক্ষেপ নিয়েছি, ভবিষ্যতেও নেব।’
প্রবাসী শ্রমিকদের কাছে দুঃখ প্রকাশ করে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘প্রবাসীরা যে রেভিনিউ পাঠায়, তা আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখছে। কিন্তু প্রবাসীরা আজ যে অনুভূতি প্রকাশ করেছেন, তা দুঃখজনক। যাত্রীদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। উন্নত মানের সেবা দিতে হবে। কেউ যদি সেবা না পান, তাহলে আমাদের হেল্প ডেস্ক তাঁকে সহযোগিতা করবে। যারা সার্ভিস দিতে ব্যর্থ হবেন, তাঁদের জরিমানা করবে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট।’
গণশুনানিতে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসানসহ বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অনলাইন কার্যক্রম বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। এসব সংগঠনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।
৩৪ মিনিট আগেজাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে সংরক্ষণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (১৪ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
২ ঘণ্টা আগেআসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৬ মে থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবেন বাসমালিকেরা। ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার টিকিট এই অগ্রিম বিক্রির আওতায় থাকবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেআগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের সংলাপ শেষ হবে বলে আশা প্রকাশ করে আলী রীয়াজ বলেন, শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে এবং দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করবে কমিশন।
৩ ঘণ্টা আগে