নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল পুনরায় চালু, পুরোনো হলগুলো সংস্কার ও আধুনিকায়ন করা এবং নতুন সিনেমা হল নির্মাণ করতে চাইলে স্বল্প সুদে ঋণ দেবে সরকার। এ জন্য সরকার ১ হাজার কোটি টাকার একটি পূর্ণ তহবিল তৈরি করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
জাতীয় জাদুঘরের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আজ রোববার বিকেলে ২০ তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান হয়। এতে দেওয়া বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, মেট্রোপলিটন শহরের বাইরে যারা সিনেমা হল বানাতে চান, বন্ধ হয়ে যাওয়া পুরোনো সিনেমা হল চালু করতে চান কিংবা মৃতপ্রায় সিনেমা হলগুলোর আধুনিকায়ন করতে চান, তাঁরা সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন। আর মেট্রোপলিটন শহরের উদ্যোক্তারা ৫ শতাংশ সুদে ঋণ পাবেন। প্রচলিত ঋণের যে সুদ, তার থেকে অর্ধেক সুদে এসব উদ্যোক্তারা ঋণ পাবেন। এ ক্ষেত্রে একজন উদ্যোক্তা একটি স্থাপনার জন্য সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করে এই বার্তা উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ যদি একটি মার্কেট বা শপিং মল বানায়, সেখানে যদি সিনেমা হল বা মাল্টিপ্লেক্স সিনেমা হল রাখেন, তাহলে পুরো স্থাপনার জন্যও তিনি ১০ কোটি টাকা ঋণ পাবেন। এতে যেটি সুবিধা হবে, সেটা হলো কেউ যদি মার্কেট বা শপিংমল বানাতে কোনো ব্যাংক থেকে ঋণ নেন, তাহলে তাঁকে সর্বনিম্ন ৯ শতাংশ হারে সুদ দিতে হবে। কিন্তু এই স্থাপনার সাথেই যদি একটা সিনেমাহল বা সিনেপ্লেক্স রাখেন, তাহলে সাড়ে ৪ বা ৫ শতাংশ সুদহারে ঋণ পাবেন।’
আহমেদ মুজতবা জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল), রেইনবো ফিল্ম সোসাইটির সদস্য মফিদুল হক প্রমুখ।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক আলোকিত সমাজ’ স্লোগানে গত ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ২০ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৭০টি দেশের মোট ২২৫টি চলচ্চিত্র নিয়ে অংশগ্রহণ করেন নির্মাতারা।
সারা দেশে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল পুনরায় চালু, পুরোনো হলগুলো সংস্কার ও আধুনিকায়ন করা এবং নতুন সিনেমা হল নির্মাণ করতে চাইলে স্বল্প সুদে ঋণ দেবে সরকার। এ জন্য সরকার ১ হাজার কোটি টাকার একটি পূর্ণ তহবিল তৈরি করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
জাতীয় জাদুঘরের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আজ রোববার বিকেলে ২০ তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান হয়। এতে দেওয়া বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, মেট্রোপলিটন শহরের বাইরে যারা সিনেমা হল বানাতে চান, বন্ধ হয়ে যাওয়া পুরোনো সিনেমা হল চালু করতে চান কিংবা মৃতপ্রায় সিনেমা হলগুলোর আধুনিকায়ন করতে চান, তাঁরা সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন। আর মেট্রোপলিটন শহরের উদ্যোক্তারা ৫ শতাংশ সুদে ঋণ পাবেন। প্রচলিত ঋণের যে সুদ, তার থেকে অর্ধেক সুদে এসব উদ্যোক্তারা ঋণ পাবেন। এ ক্ষেত্রে একজন উদ্যোক্তা একটি স্থাপনার জন্য সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করে এই বার্তা উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ যদি একটি মার্কেট বা শপিং মল বানায়, সেখানে যদি সিনেমা হল বা মাল্টিপ্লেক্স সিনেমা হল রাখেন, তাহলে পুরো স্থাপনার জন্যও তিনি ১০ কোটি টাকা ঋণ পাবেন। এতে যেটি সুবিধা হবে, সেটা হলো কেউ যদি মার্কেট বা শপিংমল বানাতে কোনো ব্যাংক থেকে ঋণ নেন, তাহলে তাঁকে সর্বনিম্ন ৯ শতাংশ হারে সুদ দিতে হবে। কিন্তু এই স্থাপনার সাথেই যদি একটা সিনেমাহল বা সিনেপ্লেক্স রাখেন, তাহলে সাড়ে ৪ বা ৫ শতাংশ সুদহারে ঋণ পাবেন।’
আহমেদ মুজতবা জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল), রেইনবো ফিল্ম সোসাইটির সদস্য মফিদুল হক প্রমুখ।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক আলোকিত সমাজ’ স্লোগানে গত ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ২০ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৭০টি দেশের মোট ২২৫টি চলচ্চিত্র নিয়ে অংশগ্রহণ করেন নির্মাতারা।
প্রধান উপদেষ্টার সম্প্রতি চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা দ্রুততর করতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা এ সাক্ষাৎ করেন।
২ ঘণ্টা আগেএজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
২ ঘণ্টা আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
৩ ঘণ্টা আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
৪ ঘণ্টা আগে