জমির উদ্দিন, চট্টগ্রাম
সোমালিয়ার জলদস্যুদের থেকে মুক্ত ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সাগরের নিরাপদ এলাকায় রেখে ফিরে গেছে পাহারায় থাকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ। আরবসাগরে জলদস্যুতা মোকাবিলায় নিয়োজিত অপারেশন আটলান্টার জাহাজ দুটি বুধবার রাতে চলে যায়।
এমভি আবদুল্লাহর মালিক চট্টগ্রামের কবির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মেহেরুল করিম আজকের পত্রিকাকে বলেন, এখন এমভি আবদুল্লাহ নিরাপদ জায়গায় রয়েছে। এ কারণে যুদ্ধজাহাজ দুটি ছেড়ে চলে যায়। তবে সহায়তার জন্য যোগাযোগ করলে আবার পাশে দাঁড়াবে।
তিনি আরও বলেন, এমভি আবদুল্লাহ গতকাল দুপুুর ১২টায় ‘হাই রিস্ক’ এলাকা থেকে বের হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ এপ্রিল রাতে এটি গন্তব্যস্থল দুবাইয়ে পৌঁছাবে। ইইউ নেভির সঙ্গে যোগাযোগ রেখে জাহাজ চালাচ্ছেন ক্যাপ্টেন।
এমভি আবদুল্লাহর এক নাবিক আজকের পত্রিকাকে বলেন, বুধবার বিকেল থেকে জাহাজে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
গত শনিবার গভীর রাতে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে জাহাজটি দুবাইয়ের পথে রওনা হয়। দস্যুদের দখলমুক্ত হলেও তিন দিন ধরে সাগরে নিরাপত্তার কিছুটা ঝুঁকি ছিল। গতকাল বুধবার সেই ঝুঁকি কেটে গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
দীর্ঘ ৩৩ দিন পর সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে এমভি আবদুল্লাহ। আগামী ২২ এপ্রিল রাতে জাহাজটির দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে কয়লা খালাস করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা।
সোমালিয়ার জলদস্যুদের থেকে মুক্ত ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সাগরের নিরাপদ এলাকায় রেখে ফিরে গেছে পাহারায় থাকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ। আরবসাগরে জলদস্যুতা মোকাবিলায় নিয়োজিত অপারেশন আটলান্টার জাহাজ দুটি বুধবার রাতে চলে যায়।
এমভি আবদুল্লাহর মালিক চট্টগ্রামের কবির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মেহেরুল করিম আজকের পত্রিকাকে বলেন, এখন এমভি আবদুল্লাহ নিরাপদ জায়গায় রয়েছে। এ কারণে যুদ্ধজাহাজ দুটি ছেড়ে চলে যায়। তবে সহায়তার জন্য যোগাযোগ করলে আবার পাশে দাঁড়াবে।
তিনি আরও বলেন, এমভি আবদুল্লাহ গতকাল দুপুুর ১২টায় ‘হাই রিস্ক’ এলাকা থেকে বের হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ এপ্রিল রাতে এটি গন্তব্যস্থল দুবাইয়ে পৌঁছাবে। ইইউ নেভির সঙ্গে যোগাযোগ রেখে জাহাজ চালাচ্ছেন ক্যাপ্টেন।
এমভি আবদুল্লাহর এক নাবিক আজকের পত্রিকাকে বলেন, বুধবার বিকেল থেকে জাহাজে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
গত শনিবার গভীর রাতে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে জাহাজটি দুবাইয়ের পথে রওনা হয়। দস্যুদের দখলমুক্ত হলেও তিন দিন ধরে সাগরে নিরাপত্তার কিছুটা ঝুঁকি ছিল। গতকাল বুধবার সেই ঝুঁকি কেটে গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
দীর্ঘ ৩৩ দিন পর সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে এমভি আবদুল্লাহ। আগামী ২২ এপ্রিল রাতে জাহাজটির দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে কয়লা খালাস করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সের পুরোটাই পুড়ে গেছে। এই ঘটনায় বেলা সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের প্রধান এই বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সব উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকে।
২ ঘণ্টা আগেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অসদাচরণের অভিযোগে ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার ও বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেশফিকুর রহমান বলেন, ‘গত এক সপ্তাহের মধ্যে দেশের দুই স্থানে—রাজধানীর মিরপুরে এবং চট্টগ্রামের ইপিজেড এলাকায়—ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা, এ ব্যাপারে আমরা সকলে উদ্বিগ্ন।’
৪ ঘণ্টা আগেজাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। এতে পুলিশকে মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে অজ্ঞাতনামা ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়। গতকাল শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এসব মামলা দায়ের করেছেন বলে আজকের পত্রিকাকে জানান
৪ ঘণ্টা আগে