Ajker Patrika

জনসমাগমস্থলে মাতৃদুগ্ধ কর্নার স্থাপনের নির্দেশ হাইকোর্টের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৩: ৫৫
জনসমাগমস্থলে মাতৃদুগ্ধ কর্নার স্থাপনের নির্দেশ হাইকোর্টের 

এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিংমল, কলকারখানাসহ সব জনসমাগমস্থলে মাতৃদুগ্ধ কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ রোববার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এই রায় দেন। যৌক্তিক সময়ের মধ্যে এই রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। ইশরাত হাসান বলেন, বিভিন্ন জায়গায় একাধিক ব্রেস্ট ফিডিং রুম ইতিমধ্যেই স্থাপিত হয়েছে। এটি যুগান্তকারী রায়। রায় পুরোপুরি বাস্তবায়ন হলে কর্মজীবী নারীরা শিশুদের কর্মক্ষেত্রে রেখেই স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন।

এর আগে ইশরাত হাসান জনস্বার্থে রিট করলে ২০১৯ সালে রুল জারি করেন হাইকোর্ট। ওই সময় রিটে নিজের সঙ্গে ৯ মাস বয়সী শিশু উমাইর বিন সাদীকেও আবেদনকারী করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত