Ajker Patrika

২৪ ঘণ্টায় আরও ৪২ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২২, ২০: ৪১
২৪ ঘণ্টায় আরও ৪২ ডেঙ্গু রোগী ভর্তি

দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৪২ জন। আগের দিন ছিল ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয় ৩২ জন। আগের দিন ছিল ৪৭ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ১ হাজার ২০২ জন। এদের মধ্যে রাজধানীতে রোগী শনাক্ত ও ভর্তি হয় ১ হাজার ৫৯ জন। আগের দিন ছিল ১ হাজার ২৭ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী ভর্তি ছিল ১৩৩ জন। আগের দিন ছিল ১৫১ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১১৮ জন। আগের দিন ছিল ১৪৫ জন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছে ১৫ জন। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে। অপরিকল্পিত নগরায়ণের ফলে রাজধানীতে এডিসের জন্ম বেশি হচ্ছে। এডিস মশার আক্রমণ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। বাড়ি বা বাসার আঙিনায় কোনো পানি যাতে জমে না থাকে, সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তাঁরা। 

এদিকে এরই মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এডিস নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত