Ajker Patrika

মাহবুবুরের বিরুদ্ধে দুর্নীতির ২ মামলা

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১১: ১০
Thumbnail image

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসন থেকে অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন মাহবুবুর রহমান তালুকদার। ২০০৮ সালে তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালে আবার এমপি হন তিনি। ওই সময় দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৫ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করে। এ ছাড়া চলতি বছর দুদক আরও দুটি মামলা করেছে। 

এই পরিস্থিতিতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহবুবুর। নির্বাচন উপলক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মাহবুবুরের হলফনামা থেকে জানা গেছে, নবম সংসদ নির্বাচনের আগে মাহবুবুরের বার্ষিক আয় ছিল মাত্র ২ লাখ ১৫ হাজার টাকা। বর্তমানে তাঁর বার্ষিক আয় ৬০ লাখ ৬৫ হাজার ৯৯২ টাকা। 

অর্থাৎ গত ১৫ বছরে তাঁর বার্ষিক আয় বেড়েছে প্রায় ২৯ গুণ। ২০০৮ সালে মাহবুবুরের অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৩৬ লাখ ৩৩ হাজার ১১২ টাকা। বর্তমানে তাঁর অস্থাবর সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৫৭৯ টাকা। অস্থাবর সম্পদ বেড়েছে সাত গুণের বেশি। বর্তমানে মাহবুবুর রহমানের ৮ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৪৫১ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। সাবেক এই এমপির ব্যাংকঋণ রয়েছে ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৯২৯ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত