অনলাইন ডেস্ক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তাঁর ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করেছে সংস্থাটি।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে কমিশনের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
দুদকের মহাপরিচালক বলেন, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদকের তদন্তকারী কর্মকর্তারা, যার প্রেক্ষিতে তাঁর নামে দুটি মামলা করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক এই প্রতিমন্ত্রী স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার সন্দেহজনক লেনদেন করেন। এই লেনদেন তাঁর আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।
অপর মামলাটি করা হয়েছে কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে। এই মামলায় কামাল মজুমদারকেও আসামি করা হয়েছে। শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অন্য দিকে সাবেক শিল্প প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি না থাকায়, শাহিদা কামালের নামে বা বেনামে সম্পদ থাকতে পারে সন্দেহে দুদক আইন ২০০৪-এর ২৬ (১) ধারা মোতাবেক তাঁর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির দুর্নীতিগ্রস্ত অন্য নেতাদের মতো কামাল মজুমদারের দুর্নীতি অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুদক। পরে ছাত্র আন্দোলনে দায়ের করা বেশ কিছু হত্যা মামলায় গত বছরের ১৯ অক্টোবর কামাল মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তাঁর ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করেছে সংস্থাটি।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে কমিশনের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
দুদকের মহাপরিচালক বলেন, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদকের তদন্তকারী কর্মকর্তারা, যার প্রেক্ষিতে তাঁর নামে দুটি মামলা করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক এই প্রতিমন্ত্রী স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার সন্দেহজনক লেনদেন করেন। এই লেনদেন তাঁর আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।
অপর মামলাটি করা হয়েছে কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে। এই মামলায় কামাল মজুমদারকেও আসামি করা হয়েছে। শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অন্য দিকে সাবেক শিল্প প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি না থাকায়, শাহিদা কামালের নামে বা বেনামে সম্পদ থাকতে পারে সন্দেহে দুদক আইন ২০০৪-এর ২৬ (১) ধারা মোতাবেক তাঁর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির দুর্নীতিগ্রস্ত অন্য নেতাদের মতো কামাল মজুমদারের দুর্নীতি অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুদক। পরে ছাত্র আন্দোলনে দায়ের করা বেশ কিছু হত্যা মামলায় গত বছরের ১৯ অক্টোবর কামাল মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ।
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে গত ১৫ বছরে ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্যাতনে নিহত বুয়েট...
৩ ঘণ্টা আগেচীনের হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটালের পাঁচ সদস্যের একটি বিশেষ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের দল বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসায় সহায়তা করতেই এ টিম পাঠানো হয়েছে।
৬ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
৭ ঘণ্টা আগেমামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই খালিদ হাসান সাবেক প্রধান বিচারপতিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৯ ঘণ্টা আগে