Ajker Patrika

৩০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামালের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ফাইল ছবি
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তাঁর ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করেছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে কমিশনের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

দুদকের মহাপরিচালক বলেন, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদকের তদন্তকারী কর্মকর্তারা, যার প্রেক্ষিতে তাঁর নামে দুটি মামলা করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক এই প্রতিমন্ত্রী স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার সন্দেহজনক লেনদেন করেন। এই লেনদেন তাঁর আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

অপর মামলাটি করা হয়েছে কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের নামে। এই মামলায় কামাল মজুমদারকেও আসামি করা হয়েছে। শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অন্য দিকে সাবেক শিল্প প্রতিমন্ত্রীর স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি না থাকায়, শাহিদা কামালের নামে বা বেনামে সম্পদ থাকতে পারে সন্দেহে দুদক আইন ২০০৪-এর ২৬ (১) ধারা মোতাবেক তাঁর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির দুর্নীতিগ্রস্ত অন্য নেতাদের মতো কামাল মজুমদারের দুর্নীতি অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুদক। পরে ছাত্র আন্দোলনে দায়ের করা বেশ কিছু হত্যা মামলায় গত বছরের ১৯ অক্টোবর কামাল মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত