Ajker Patrika

নির্বাচনের সফল পরিণতির জন্য বাংলাদেশের মানুষকে রাশিয়ার অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এবং একটি সফল পরিণতিতে যাওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তবে কিছু বিরোধী দলের অংশগ্রহণ না করাকে দুর্ভাগ্যজনক বলেছেন তিনি। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার (১২ জানুয়ারি) মস্কোয় এমন মন্তব্য করেছেন বলে ঢাকায় দেশটির দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়েছে।

জাখারোভা বলেছেন, ‘বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ সংসদের ৩০০টি আসনের মধ্যে ২২২টি আসন লাভ করেছে, সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেয়েছে তারা। আমরা এই নির্বাচনের সফল পরিণতির জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই।’ 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘দুর্ভাগ্যবশত, কিছু বিরোধী দল নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য বিদেশি প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছে, যেমনটি আমরা ২০২৩ সালের ২২ নভেম্বর এবং ১৫ ডিসেম্বর উল্লেখ করেছি। এই পরিস্থিতিতে ভোটারদের ইচ্ছার স্বাধীন প্রকাশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বকে স্বীকৃতি দেওয়া উচিত।’ 

স্থানীয় পর্যবেক্ষক এবং রাশিয়ারসহ ২০০ টিরও বেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনের বৈধতা এবং সাধারণভাবে স্বীকৃত মানগুলোর সঙ্গে সামঞ্জস্য রক্ষিত হয়েছে বলে নিশ্চিত করেছেন। রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রে শুতোভ রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন। 

 ১১ জানুয়ারি বাংলাদেশে একটি নতুন সরকার গঠিত হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ আগের পদেই আবার নিযুক্ত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত