নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় রেকর্ড রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১ হাজার ১৬০ জন। তাঁদের মধ্যে রাজধানীতেই ১ হাজার ২৭ জন। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৪৯ জন। এটিই এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ রেকর্ড শনাক্ত। তাঁদের মধ্যে রাজধানীতে ৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ দেশে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ১৫১ জন। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪৫ জন। অবশিষ্টরা ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন, জুনে ৭৩৭ জন এবং চলতি মাসের দুই দিনে ৭১ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার আক্রমণ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। বাড়ি বা বাসার আঙিনায় কোনো পানি যাতে জমে না থাকে সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। এরই মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এডিস নিয়ন্ত্রণে মশক বিরোধী অভিযান চালাচ্ছে।
রাজধানীতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় রেকর্ড রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১ হাজার ১৬০ জন। তাঁদের মধ্যে রাজধানীতেই ১ হাজার ২৭ জন। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৪৯ জন। এটিই এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ রেকর্ড শনাক্ত। তাঁদের মধ্যে রাজধানীতে ৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ দেশে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ১৫১ জন। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪৫ জন। অবশিষ্টরা ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন, জুনে ৭৩৭ জন এবং চলতি মাসের দুই দিনে ৭১ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার আক্রমণ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। বাড়ি বা বাসার আঙিনায় কোনো পানি যাতে জমে না থাকে সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। এরই মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এডিস নিয়ন্ত্রণে মশক বিরোধী অভিযান চালাচ্ছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, সরকার তা সমর্থন করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
৩ ঘণ্টা আগে‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও তাঁর স্ত্রী ১১ থেকে ১২ মে জাপান সফরে যাচ্ছেন। আজ শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম (নোটিশ টু এয়ারম্যান) না মানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিমান) একটি ফ্লাইটকে শেষ মুহূর্তে গন্তব্য পরিবর্তন করতে হয়েছে। মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিমানে একটি ফ্লাইট শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে।
১০ ঘণ্টা আগে