অনলাইন ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিন বিমানবন্দরের চার প্রকল্প থেকে ৮১২ কোটি টাকা লোপাটের অভিযোগে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবির বোর্ড পরিচালক মাহবুবুল আনামসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। আজ সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আক্তার হোসেন বলেন, অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আনাম এবং পরিচালক লুৎফুল্লাহ মাজেদ সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের প্রত্যক্ষ সহযোগিতা ও ক্ষমতা কাজে লাগিয়ে বিভিন্ন বিমানবন্দরে চলমান প্রকল্পগুলোর কাজ করছেন।
দুদক সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় রাডার ইনস্টলেশন ও সিএনএস-এটিএম প্রকল্প থেকে ২০০ কোটি টাকা, শাহজালালের থার্ড টার্মিনাল প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা, সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প থেকে ২১২ কোটি টাকা এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ও রানওয়ে নির্মাণ প্রকল্প থেকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাগুলো করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, রাডার ইনস্টল ও সিএনএস-এটিএম প্রকল্পের ৭৩০ কোটি টাকার কাজ দেওয়া হয় ফরাসি কোম্পানি থালেসকে। এই কোম্পানি বাংলাদেশি আ্যারোনেস ইন্টারন্যাশনালকে যৌথ কন্ট্রাক্টের মাধ্যমে স্থানীয় এজেন্ট হিসেবে প্রকল্পের কাজে সম্পৃক্ত করে।
দুদক জানায়, থালেসের কোনো সিভিল কাজের অভিজ্ঞতা নেই। অভিযোগসংশ্লিষ্ট মাহবুবুল আনামের প্রতিষ্ঠান অ্যারোনেসকে উক্ত কাজে সম্পৃক্ত করতে নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার হীন উদ্দেশ্যে ইলেকট্রিক অ্যান্ড মেকানিক্যাল কাজের সঙ্গে সিভিল কাজ একীভূত করে ১৫০ কোটি টাকার কাজ দেওয়া হয় বিদেশি প্রতিষ্ঠানকে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনাল নির্মাণকাজে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দ্বিতীয় মামলাটি করা হয়। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার কোটি থেকে বাড়িয়ে ২১ হাজার কোটি টাকা করার অভিযোগ আনা হয় অভিযোগসংশ্লিষ্ট ১০ জনের বিরুদ্ধে।
মামলার এজাহারে বলা হয়, থার্ড টার্মিনাল প্রকল্পের কাজের কার্যাদেশ দেয়া হয় এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামকে (এডিসি)। উক্ত কাজের সঙ্গেও সাব-কন্ট্রাক্টর হিসাবে অভিযোগসংশ্লিষ্ট অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডকে সম্পৃক্ত করা হয়। বেআইনিভাবে স্থানীয় এজেন্ট অ্যারোনেস উক্ত কাজে সম্পৃক্ত করে পরস্পর যোগসাজশে বর্ণিত প্রকল্প থেকে প্রায় ২৫০ কোটি টাকা লুটপাটের মাধ্যমে আত্মসাৎ করে।
২১২ কোটি টাকার অগ্রিম বিল নিয়ে আত্মসাৎ
সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণকাজে নতুন টার্মিনাল নির্মান প্রকল্প থেকে অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের প্রতিষ্ঠানটি ২১২ কোটি টাকার অগ্রিম বিল গ্রহণ করে তা আত্মসাৎ করে—এই অভিযোগ তারিক আমমেদ সিদ্দিক, মাহবুবুল আনামসহ ১১ জনকে আসামি করে মামলা করে দুদক।
অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি বিমানবন্দরসমূহের কোনো প্রকল্পে সরাসরি আবার কোনো প্রকল্পে বিদেশি কোম্পানির লোকাল এজেন্ট হয়ে কাজ করেছে। অর্থাৎ আইন ও চুক্তি লঙ্ঘন করে পরস্পর যোগসাজশে বর্ণিত প্রকল্পসমূহের সামগ্রিক কাজে অ্যারোনেসকে সম্পৃক্ত করা হয়।
একইভাবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে নির্মাণসংক্রান্ত প্রকল্পটি চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনকে (সিসিইসিসি) প্রকল্পের কাজে কার্যাদেশ দেওয়া হয়। এই প্রকল্প থেকে ১৫০ কোটি টাকা আত্মাসাৎ করার অভিযোগে তারিক, মাহবুবুলসহ ১২ জনকে আসামি করে মামলা করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, অবৈধ পারিতোষিক প্রাপ্তির অবৈধ ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজেদের পছন্দের ঠিকাদারকে কার্যাদেশ দিয়ে বেআইনিভাবে স্থানীয় এজেন্ট অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডকে উক্ত কাজে সম্পৃক্ত করা হয়। পরস্পর যোগসাজশে প্রকল্প থেকে প্রায় ১৫০ কোটি টাকা লুটপাটের মাধ্যমে আত্মসাৎ করা হয়।
তারিক-মাহবুবুল ছাড়াও চারটি মামলায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হক, বিমানের সাবেক যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান, অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও বিসিবির বোর্ড পরিচালক মাহবুবুল আনাম ও অ্যারোনেসের পরিচালক লুৎফুল্লাহ মাজেদকে আসামি করা হয়েছে।
এ ছাড়া পৃথকভাবে শাহজালালের রাডার স্থাপন প্রকল্পের ২০০ কোটি টাকা আত্মসাতের মামলায় প্রকল্পটির প্রকল্প পরিচালক আফরোজা নাসরিন সুলতানা, সাবেক প্রকল্প পরিচালক এ কে এম মনজুর আহমেদ, থার্ড টার্মিনাল প্রকল্পের মামলায় সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মাকসুদুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী সুবেন্দু বিকাশ গোস্বামীকে আসামি করা হয়েছে।
সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের মামলায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী প্রকৌশলী মইদুর রহমান মো. মওদুদ, প্রকল্প পরিচালক ও সাবেক যুগ্ম সচিব মো. আনিছুর রহমানকে আসামি করা হয়েছে।
অন্যদিকে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের অর্থ আত্মসাতের মামলায় সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হাসিব, সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মো. শফিকুল ইসলাম ও কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (প্রথম পর্যায়-চতুর্থ সংশোধিত) প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. ইউনুস ভূইয়াকে আসামি করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিন বিমানবন্দরের চার প্রকল্প থেকে ৮১২ কোটি টাকা লোপাটের অভিযোগে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবির বোর্ড পরিচালক মাহবুবুল আনামসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। আজ সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আক্তার হোসেন বলেন, অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আনাম এবং পরিচালক লুৎফুল্লাহ মাজেদ সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের প্রত্যক্ষ সহযোগিতা ও ক্ষমতা কাজে লাগিয়ে বিভিন্ন বিমানবন্দরে চলমান প্রকল্পগুলোর কাজ করছেন।
দুদক সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় রাডার ইনস্টলেশন ও সিএনএস-এটিএম প্রকল্প থেকে ২০০ কোটি টাকা, শাহজালালের থার্ড টার্মিনাল প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা, সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প থেকে ২১২ কোটি টাকা এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ও রানওয়ে নির্মাণ প্রকল্প থেকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাগুলো করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, রাডার ইনস্টল ও সিএনএস-এটিএম প্রকল্পের ৭৩০ কোটি টাকার কাজ দেওয়া হয় ফরাসি কোম্পানি থালেসকে। এই কোম্পানি বাংলাদেশি আ্যারোনেস ইন্টারন্যাশনালকে যৌথ কন্ট্রাক্টের মাধ্যমে স্থানীয় এজেন্ট হিসেবে প্রকল্পের কাজে সম্পৃক্ত করে।
দুদক জানায়, থালেসের কোনো সিভিল কাজের অভিজ্ঞতা নেই। অভিযোগসংশ্লিষ্ট মাহবুবুল আনামের প্রতিষ্ঠান অ্যারোনেসকে উক্ত কাজে সম্পৃক্ত করতে নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার হীন উদ্দেশ্যে ইলেকট্রিক অ্যান্ড মেকানিক্যাল কাজের সঙ্গে সিভিল কাজ একীভূত করে ১৫০ কোটি টাকার কাজ দেওয়া হয় বিদেশি প্রতিষ্ঠানকে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনাল নির্মাণকাজে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দ্বিতীয় মামলাটি করা হয়। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার কোটি থেকে বাড়িয়ে ২১ হাজার কোটি টাকা করার অভিযোগ আনা হয় অভিযোগসংশ্লিষ্ট ১০ জনের বিরুদ্ধে।
মামলার এজাহারে বলা হয়, থার্ড টার্মিনাল প্রকল্পের কাজের কার্যাদেশ দেয়া হয় এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামকে (এডিসি)। উক্ত কাজের সঙ্গেও সাব-কন্ট্রাক্টর হিসাবে অভিযোগসংশ্লিষ্ট অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডকে সম্পৃক্ত করা হয়। বেআইনিভাবে স্থানীয় এজেন্ট অ্যারোনেস উক্ত কাজে সম্পৃক্ত করে পরস্পর যোগসাজশে বর্ণিত প্রকল্প থেকে প্রায় ২৫০ কোটি টাকা লুটপাটের মাধ্যমে আত্মসাৎ করে।
২১২ কোটি টাকার অগ্রিম বিল নিয়ে আত্মসাৎ
সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণকাজে নতুন টার্মিনাল নির্মান প্রকল্প থেকে অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের প্রতিষ্ঠানটি ২১২ কোটি টাকার অগ্রিম বিল গ্রহণ করে তা আত্মসাৎ করে—এই অভিযোগ তারিক আমমেদ সিদ্দিক, মাহবুবুল আনামসহ ১১ জনকে আসামি করে মামলা করে দুদক।
অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি বিমানবন্দরসমূহের কোনো প্রকল্পে সরাসরি আবার কোনো প্রকল্পে বিদেশি কোম্পানির লোকাল এজেন্ট হয়ে কাজ করেছে। অর্থাৎ আইন ও চুক্তি লঙ্ঘন করে পরস্পর যোগসাজশে বর্ণিত প্রকল্পসমূহের সামগ্রিক কাজে অ্যারোনেসকে সম্পৃক্ত করা হয়।
একইভাবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে নির্মাণসংক্রান্ত প্রকল্পটি চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনকে (সিসিইসিসি) প্রকল্পের কাজে কার্যাদেশ দেওয়া হয়। এই প্রকল্প থেকে ১৫০ কোটি টাকা আত্মাসাৎ করার অভিযোগে তারিক, মাহবুবুলসহ ১২ জনকে আসামি করে মামলা করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, অবৈধ পারিতোষিক প্রাপ্তির অবৈধ ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজেদের পছন্দের ঠিকাদারকে কার্যাদেশ দিয়ে বেআইনিভাবে স্থানীয় এজেন্ট অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডকে উক্ত কাজে সম্পৃক্ত করা হয়। পরস্পর যোগসাজশে প্রকল্প থেকে প্রায় ১৫০ কোটি টাকা লুটপাটের মাধ্যমে আত্মসাৎ করা হয়।
তারিক-মাহবুবুল ছাড়াও চারটি মামলায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হক, বিমানের সাবেক যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান, অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও বিসিবির বোর্ড পরিচালক মাহবুবুল আনাম ও অ্যারোনেসের পরিচালক লুৎফুল্লাহ মাজেদকে আসামি করা হয়েছে।
এ ছাড়া পৃথকভাবে শাহজালালের রাডার স্থাপন প্রকল্পের ২০০ কোটি টাকা আত্মসাতের মামলায় প্রকল্পটির প্রকল্প পরিচালক আফরোজা নাসরিন সুলতানা, সাবেক প্রকল্প পরিচালক এ কে এম মনজুর আহমেদ, থার্ড টার্মিনাল প্রকল্পের মামলায় সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মাকসুদুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী সুবেন্দু বিকাশ গোস্বামীকে আসামি করা হয়েছে।
সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের মামলায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী প্রকৌশলী মইদুর রহমান মো. মওদুদ, প্রকল্প পরিচালক ও সাবেক যুগ্ম সচিব মো. আনিছুর রহমানকে আসামি করা হয়েছে।
অন্যদিকে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের অর্থ আত্মসাতের মামলায় সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হাসিব, সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মো. শফিকুল ইসলাম ও কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (প্রথম পর্যায়-চতুর্থ সংশোধিত) প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. ইউনুস ভূইয়াকে আসামি করা হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘রাষ্ট্র পুনর্গঠন কেবল কোনো দলের বিষয় নয়, কোনো ব্যক্তির বিষয় নয়, কোনো সংগঠনের বিষয় নয়, এটি জনগণের বিষয়।’
৪ ঘণ্টা আগেসরকারপ্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে বৈদেশিক সম্পর্কের নানা দিক সামাল দেওয়ার ক্ষেত্রে ঝামেলা তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা ও তাঁর দপ্তর মনে করছে, অন্তর্বর্তী সরকারের ধরন এবং সরকারপ্রধানের কাজের যে বৈচিত্র্য ও গতি, তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় তাল-লয় ঠিক রেখে চলতে পারছে না...
১৪ ঘণ্টা আগেসর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক করতে একাধিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এখন থেকে কোনো চাঁদাদাতা ৬০ বছর বয়স পূর্ণ করলেই তাঁর জমাকৃত অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ এককালীন তোলার সুযোগ পাবেন; এটি প্রথমবারের মতো চালু হলো। পাশাপাশি প্রবাস ও প্রগতি স্কিমে মাসিক...
১৪ ঘণ্টা আগেশিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) চারটি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বুলেট গতিতে। সকালে ৩ হাজার ১০৫ জন চাকরি প্রার্থীর লিখিত পরীক্ষা নিয়ে রাতেই ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশে এমন গতি, ডিআইএ কর্তৃপক্ষ প্রশ্নপত্র প্রণয়ন করায় এবং খাতা মূল্যায়নের...
১৪ ঘণ্টা আগে