Ajker Patrika

হিসাব দিতে উবার-পাঠাওকে আইনি নোটিশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২২: ০৩
হিসাব দিতে উবার-পাঠাওকে আইনি নোটিশ 

রাইড শেয়ারিং সেবাপ্রতিষ্ঠান উবার ও পাঠাওকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার কাওসার মেহমুদ নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আহমেদ এই নোটিশ পাঠিয়েছেন। 

তাদের আয়-ব্যায়ের হিসাব ও পরিপূর্ণ হিসাব ও বিদেশে টাকা পাঠালে কোন প্রক্রিয়ায় কত টাকা পাঠানো হয়েছে, তা ১৫ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে নোটিশে। 

নোটিশে বলা হয়, রাইড শেয়ারিং বিধিমালা ২০১৭ এর লঙ্ঘন করে বিআরটিএর অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে রাইড শেয়ারিং কোম্পানিগুলো এ পর্যন্ত হাতিয়ে নিয়েছে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে উবার একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, যা পরিচালনা ও তত্ত্বাবধান করা হয় ভারত থেকে। 

বাংলাদেশে এদের কিছু অফিস রয়েছে, যার কাজ হলো মূলত অর্থ সংগ্রহ করা। 
নোটিশে আরও বলা হয়, রাইড শেয়ারিং বিধিমালায় কোনো নির্দেশনা না থাকলেও কোম্পানিগুলো প্রতারণা করে পরিবহন ব্যবসায়ীদের আয়ের ওপর ২৫ থেকে ৩০ শতাংশ কমিশন, অ্যাডভান্স প্লাটফর্ম ফি, সার্ভিস চার্জ, বুকিং ফি ও ট্যাক্স ইত্যাদি নিয়ে থাকে। 

বিধিমালা মোতাবেক রাইডশেয়ারিং কোম্পানি এক লাখ টাকা প্রদান করে বিআরটিএ থেকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে ব্যবসা করতে পারবে। অন্য কারও কাছ থেকে কোনো টাকাপয়সা তারা নিতে পারবে মর্মে বিধিমালায় উল্লেখ না থাকলেও কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে গ্রহণ করছে, যা সম্পূর্ণ বেআইনি। কিছু দেশীয় রাইড শেয়ারিং কোম্পানি আছে, যারা কোনো কমিশন নেয় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত