Ajker Patrika

ভারত থেকে বিকেলে আসছে ১০ লাখ টিকা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৭: ০৪
ভারত থেকে বিকেলে আসছে ১০ লাখ টিকা

আবারও টিকা রপ্তানি শুরু করল ভারত। শনিবার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আসছে ১০ লাখ কোভিশিল্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা। ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, আজ শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে সেরাম ইনস্টিটিউট থেকে ১০ লাখ টিকা ঢাকায় আসবে।

ভারতের সঙ্গে জটিলতার পর অবশেষে আটকে থাকা ২ কোটি ৩০ লাখ টিকা সরবরাহ শুরু করেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা কিনতে গত বছরের নভেম্বরে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। অগ্রিম অর্থও পরিশোধ করা হয়। কিন্তু চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই চালানে ৭০ লাখ টিকা দিলেও ভারতের করোনা পরিস্থিতির কারণে ২ কোটি ৩০ লাখ টিকা আটকে দেয় দেশটির সরকার। এতে করে চরম সংকটে পড়ে বাংলাদেশ। প্রায় ছয় মাস পর আবারও টিকা রপ্তানির অনুমোদন দিল ভারত সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত