Ajker Patrika

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নজর দেওয়ায় বুয়েট, ঢাবি অনেক এগিয়েছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নজর দেওয়ায় বুয়েট, ঢাবি অনেক এগিয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্ব র‍্যাঙ্কিংয়ে আমরা এত দিন নজর দিইনি। কিন্তু আমরা যখন নজর দিলাম তখনই বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়েছে। এখন আমাদের অনেক বিশ্ববিদ্যালয় এমন উন্নতি করবে।’

আজ বুধবার (১ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আয়োজিত ‘নবীন বরণ ও বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সল্যুশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। 

দীপু মনি বলেন, তরুণেরাই পারবে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে। তরুণদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শুধু বিজ্ঞানমনস্ক নয়, দক্ষ এবং যোগ্য করে তুলতে হবে। 

তিনি আরও বলেন, তরুণেরা যেন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সে জন্য তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের অবাধ সুযোগ করে দিতে হবে। তরুণেরা শুধু নিজেদের কাজের এবং চাকরির জন্য তৈরি করবে তা নয়। তারা উদ্যোক্তা হয়ে আরও বহু মানুষের চাকরির ব্যবস্থা করবে। তেমন করেই তাদের তৈরি করার স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং সেই পরিবেশ তৈরিও করেছেন। 

এ ছাড়া নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। আগামী বছর থেকেই চালু করা হবে নতুন কারিকুলাম। আর এ ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সবাইকে সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থায় অবশ্যই চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তনগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ এই চতুর্থ শিল্প বিপ্লব মানুষ, প্রযুক্তি এবং প্রকৃতি, এই তিনটি বিষয়ের মিশ্রণ ঘটিয়ে একটি নতুন সমাজ তৈরি করবে। এই সমাজটা কেমন হবে তার ওপর ভিত্তি করে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সাজাতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব ভবিষ্যৎ সমাজ, ভবিষ্যৎ কাজ এবং ভবিষ্যৎ অর্থনীতিতে পরিবর্তন নিয়ে আসবে। এই তিনটি বিষয়ের পরিবর্তনকে ধারণ করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিনির্মাণ করতে হবে।’ 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো: আশরাফুজ্জামান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ফারজানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত