Ajker Patrika

সরকারের ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ শুরু

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৯: ০৮
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ডে।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনগণের উদ্দেশে এই ভাষণে কথা বলবেন অধ্যাপক ইউনূস। তিনি দেশের বর্তমান অবস্থা, সরকারের অর্জন এবং চ্যালেঞ্জগুলো বিস্তারিত তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া, ভাষণে দেশের অর্থনীতি, সামাজিক উন্নয়ন, সুশাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও উঠে আসবে। জনসাধারণের জন্য এই ভাষণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেছে। আজকের ভাষণ সেসব উদ্যোগের অগ্রগতি সম্পর্কে জাতিকে জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

সন্ধ্যা ৭টায় ভাষণটি বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত