Ajker Patrika

সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করেই শ্রমিকদের ছুটি: শ্রম প্রতিমন্ত্রী

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২২: ৪২
সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করেই শ্রমিকদের ছুটি: শ্রম প্রতিমন্ত্রী

শ্রমিকদের ঈদের ছুটিও সরকারি ছুটির চেয়ে কম হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকুরেরা যে কদিনের ছুটি পাবেন, পোশাকশ্রমিকেরাও তত দিনের ছুটি ভোগ করবেন। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। গার্মেন্টসসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস ঈদুল ফিতরের আগেই পরিশোধ করতে হবে।

এর আগে তৈরি পোশাক খাত ও টিসিসির বৈঠক হয়। সভায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, শ্রম অধিদপ্তরে মহাপরিচালক মো. তরিকুল আলম, বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশনের সভাপতি আর্দাশির কবির, বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ বাদল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।

বেতন-ভাতা পরিশোধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তারিখ বেঁধে দেওয়া হয়নি। কারণ সব প্রতিষ্ঠান একই দিনে বেতন-ভাতা পরিশোধ করে না। তবে ঈদের ছুটির আগেই সবাইকে বেতন-ভাতা পরিশোধ করতে হবে। মালিকেরা কথা দিয়েছেন, বেতন-বোনাসের জন্য এবার শ্রমিকদের রাস্তায় নামতে হবে না। তাঁরা এখানে উপস্থিত আছেন। তাঁরা বলেছেন, ‘আমরা ঈদ করব শ্রমিকেরা কান্নাকাটি করবে, সেটা হবে না। ঈদের ছুটির আগেই শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত