Ajker Patrika

সিম বন্ধে বিটিআরসির নিষেধাজ্ঞার ব্যাখ্যা দিয়েছে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুন ২০২২, ০১: ৫৮
সিম বন্ধে বিটিআরসির নিষেধাজ্ঞার ব্যাখ্যা দিয়েছে গ্রামীণফোন

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। সংস্থাটি নিষেধাজ্ঞা দেওয়ার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে গ্রামীণফোন।

নিষেধাজ্ঞা বিষয়ে এক ব্যাখ্যায় গ্রামীণফোন বলেছে, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিকম ব্র্যান্ড গ্রামীণফোন বিটিআরসি ও আন্তর্জাতিক সংস্থা আইটিইউ’র সেবার মানদণ্ড অনুসরণ করার পাশাপাশি সেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট মানদণ্ড থেকেও এগিয়ে আছে। ধারাবাহিকভাবে নেটওয়ার্ক ও সেবার মানোন্নয়নে আমরা বিটিআরসি’র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং নেটওয়ার্ক আধুনিকীকরণে নানা পদক্ষেপ গ্রহণ করেছি। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নিলামেও গ্রামীণফোন সর্বোচ্চ অনুমোদিত তরঙ্গ অধিগ্রহণ করেছে। এমতাবস্থায়, অপ্রত্যাশিত এ চিঠি ও নিষেধাজ্ঞা নিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি। আমরা মনে করি, আমাদের সম্ভাব্য গ্রাহকদের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে গঠনমূলক আলোচনাই হবে এ সমস্যা সমাধানের সর্বোত্তম উপায়।

এর আগে বুধবার দুপুরে  বিটিআরসি জানিয়েছে, বারবার তাগাদা দেওয়ার পরেও ভয়েস কল ও ইন্টারনেট সেবার মান ঠিক না করায় গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেছিলেন, ‘গ্রামীণফোন গ্রাহকদের মানসম্মত সেবা দিতে পারছে না। তাই তাদের সিম বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সিম বিক্রি করতে পারবে না।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত