নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হকের নামে অবরুদ্ধের আদেশ দেওয়া চারটি ব্যাংক হিসাব তাঁর নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি বলছে এটি তাদের ‘করণিক ত্রুটি’।
আজ মঙ্গলবার (৮ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এই সংশোধনীর বিষয়টি জানান।
এ বিষয়ে দুদক জানায়, ‘ডিজিএফআইয়ের চারটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট প্রতিষ্ঠানের নামে না হয়ে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানপ্রধানের নামে হওয়ায় করণিক ত্রুটির কারণে ওই অ্যাকাউন্টসমূহ ব্যক্তিগত অ্যাকাউন্ট হিসেব অবরুদ্ধ হয়েছে। এটি একটি তথ্যসূত্রগত ত্রুটি, যা সংশোধন করা হচ্ছে।’
এর আগে সোমবার (৭ জুলাই) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী হামিদুল হকের নামে থাকা এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আদালতে আবেদন করেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।
আদালতে দুদকের করা সেই আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন বিষয়ে অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।
আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল (অব.) হামিদুল হক তাঁর ব্যাংকে থাকা অর্থ উত্তোলন হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন বলে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। এ অবস্থায় তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে গতকাল সোমবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুল হকের চারটি ব্যাংক হিসাবে থাকা ৪০ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেয় ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
এই সংবাদ প্রকাশের পর দুদক সংশোধনী দিয়ে জানায়, ব্যাংক হিসাবে ৪০ কোটি টাকা নয়, হামিদুলের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। আজ আবারও সংশোধন করে দুদক জানিয়েছে, অবরুদ্ধ করা ব্যাংক হিসাবগুলো হামিদুলের নয়, ডিজিএফআইয়ের।
সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হকের নামে অবরুদ্ধের আদেশ দেওয়া চারটি ব্যাংক হিসাব তাঁর নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি বলছে এটি তাদের ‘করণিক ত্রুটি’।
আজ মঙ্গলবার (৮ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এই সংশোধনীর বিষয়টি জানান।
এ বিষয়ে দুদক জানায়, ‘ডিজিএফআইয়ের চারটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট প্রতিষ্ঠানের নামে না হয়ে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানপ্রধানের নামে হওয়ায় করণিক ত্রুটির কারণে ওই অ্যাকাউন্টসমূহ ব্যক্তিগত অ্যাকাউন্ট হিসেব অবরুদ্ধ হয়েছে। এটি একটি তথ্যসূত্রগত ত্রুটি, যা সংশোধন করা হচ্ছে।’
এর আগে সোমবার (৭ জুলাই) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী হামিদুল হকের নামে থাকা এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আদালতে আবেদন করেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।
আদালতে দুদকের করা সেই আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন বিষয়ে অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।
আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল (অব.) হামিদুল হক তাঁর ব্যাংকে থাকা অর্থ উত্তোলন হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন বলে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। এ অবস্থায় তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে গতকাল সোমবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুল হকের চারটি ব্যাংক হিসাবে থাকা ৪০ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেয় ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
এই সংবাদ প্রকাশের পর দুদক সংশোধনী দিয়ে জানায়, ব্যাংক হিসাবে ৪০ কোটি টাকা নয়, হামিদুলের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। আজ আবারও সংশোধন করে দুদক জানিয়েছে, অবরুদ্ধ করা ব্যাংক হিসাবগুলো হামিদুলের নয়, ডিজিএফআইয়ের।
গত ৫ আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন। বিবিসি আই-এর এক অনুসন্ধানে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতার ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে...
৩৭ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে মো. শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে তাঁকে জ্যেষ্ঠতা এবং সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে আজ বুধবার বিচারপতি মো. রেজাউল...
১ ঘণ্টা আগেদেশে গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী ক্র্যাকডাউন চালানোর নির্দেশ দিয়েছিলেন। সম্প্রতি ফাঁস হওয়া শেখ হাসিনার একটি ফোনকলের অডিও থেকে এই তথ্য জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিশেষ ইউনিট বিবিসি আই ওই অডিও ভেরিফাই করে বিষয়টি নিশ্চিত করেছে...
৫ ঘণ্টা আগেসাগরে লঘুচাপ আর মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় হচ্ছে ভারী বর্ষণ। লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালী, ফেনীসহ অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
১৩ ঘণ্টা আগে