Ajker Patrika

বাংলাদেশ থেকে যাত্রী নেবে না এমিরেটস এয়ারলাইনস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২৩: ১৪
Thumbnail image

বাংলাদেশের বিমানবন্দরে করোনাভাইরাসের র‍্যাপিড পিসিআর পরীক্ষা সুযোগ না থাকায় আগামী ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশি কোন যাত্রী নিবে না এমিরেটস এয়ারলাইনস। 

উড়োজাহাজ সংস্থাটির ওয়েবসাইট থেকে জানা যায়, আগামী ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশসহ ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া থেকে যাত্রী নেওয়া হবে না। এর কারণ হিসেবে বিমানবন্দরে করোনাভাইরাসের র‍্যাপিড পিসিআর পরীক্ষা না থাকাকে উল্লেখ করা হয়েছে। 

এদিকে ছুটিতে এসে দেশে আটকা পড়েছেন প্রায় ৭ হাজার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রবাসীরা। দেশটির নতুন শর্ত দিয়েছে, বাংলাদেশের বিমানবন্দর থেকে ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে র‍্যাপিড পিসিআর টেস্ট করে করোনা নেগেটিভ রিপোর্ট প্রাপ্তদের প্রবেশের অনুমতি দেবে ইউএই। তাই বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর টেস্ট ল্যাব স্থাপনের দাবি করেছেন আরব আমিরাত প্রবাসীরা। 

এই নিয়ে আন্দোলনও করেন প্রবাসী বাংলাদেশিরা। আরব আমিরাত প্রবাসীরা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৩ মে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশের ফ্লাইটের ওপর। যার কারণে কেউ সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারছেন না। এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তাঁরা আরব আমিরাতে প্রবেশ করার পর পুনরায় ২ দ্বিতীয়বার করোনা টেস্ট করা হবে। 

আরব আমিরাত প্রবাসীরা বলেন, অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অনেকর হওয়ার পথে। শুধুমাত্র দুবাই সরকার ভিসার মেয়াদ বাড়ালেও, অন্য রাজ্যগুলোতে ভিসার মেয়াদ বাড়ায়নি। ফলে অনেক প্রবাসীদের ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত