Ajker Patrika

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা খুরশীদ আলমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ১১
ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা খুরশীদ আলমের

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। আজ সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের কাছে এ সিদ্ধান্ত জানান তিনি।

গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হায়দার আলীকে এই মামলায় নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। নতুন এই নিয়োগের ফলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) এই আইনজীবী। 

খুরশীদ আলম খান বলেন, ‘আমি বলেছি, আপনারা যে কোনো একজনকে দিন। একই মামলায় দুজন আইনজীবী নিয়োগ দেওয়া আমার কাছে সমীচীন মনে হচ্ছে না। সেটা আমার জন্যও সমস্যা হয়। তখন তারা আমাকে জানিয়েছেন, আপনি আমাদের আইনজীবী। আমরা তাঁকে দিতে চাইনি। কারও হয়তো রিকোয়েস্টে তাঁকে রাখা হয়েছে। আমি বললাম, আপনারা একজনকেই রাখেন, না হলে আমার পক্ষে মামলা পরিচালনা করা সম্ভব নয়।’

এ বিষয়ে আইনজীবী সৈয়দ হায়দার আলী বলেন, ‘এই মামলায় খুরশীদ আলম খান সাহেবও আছেন, আমাকেও নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আমার সঙ্গে যাবেন এবং গেছেনও। আমরা এক সঙ্গে গিয়েছি। তিনি একসঙ্গে কাজ করবেন না এমন কথা তো বলেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত