Ajker Patrika

সব শিক্ষা প্রতিষ্ঠানে পয়লা বৈশাখ উপযাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৫: ০৭
সব শিক্ষা প্রতিষ্ঠানে পয়লা বৈশাখ উপযাপনের নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পয়লা বৈশাখ উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে মঙ্গল শোভাযাত্রা বিশেষভাবে প্রচার করতে হবে। 

মাউশির সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে থেকে আজ বুধবার এসব তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে মাউশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এ দিন আবশ্যিকভাবে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরের সাথে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গল শোভাযাত্রার গুরুত্ব প্রচারের পাশাপাশি সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা করতে হবে। এছাড়াও নতুন কারিকুলামের সাথে সমন্বয় করে ষষ্ঠ-সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক ভিত্তিক ‘বৈচিত্র্যে ভরা বৈশাখ’ বিষয়ে সুনির্দিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং বিষয়ভিত্তিক শিক্ষকরা এ কার্যক্রম সুবিধাজনক সময়ে মূল্যায়ন করবেন।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত