নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের প্রথম দিনে তাঁর ব্যস্ত সময় কেটেছে।
সকালে ঢাকায় এসেই তিনি চলে যান মার্কিন দূতাবাসে। সেখানে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে নিজের দেশের কূটনীতিকদের মূল্যায়ন শোনেন।
বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় স্থান পায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার, শ্রমমান, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার হালচাল ও ফিলিস্তিন প্রসঙ্গ।
আলোচনায় অংশ নেন—ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, শ্রম অধিকারকর্মী বাবুল আক্তার ও জলবায়ু কর্মী সোহানুর রহমান।
কল্পনা আক্তার বলেন, শ্রম আইনসহ বিভিন্ন বিষয়ে লু জানতে চেয়েছেন।
সোহানুর রহমান বলেন, শ্রমিকের অধিকার, ফিলিস্তিন ও জলবায়ু পরিবর্তনের নানান দিক নিয়ে বৈঠকে কথা হয়েছে।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন লু। এরপর যোগ দেন নৈশভোজে।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সবগুলো বৈঠকে উপস্থিত ছিলেন।
আগামীকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মামুনের সঙ্গে লুর আলাদা আলাদা বৈঠকের কথা রয়েছে।
দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের প্রথম দিনে তাঁর ব্যস্ত সময় কেটেছে।
সকালে ঢাকায় এসেই তিনি চলে যান মার্কিন দূতাবাসে। সেখানে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে নিজের দেশের কূটনীতিকদের মূল্যায়ন শোনেন।
বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় স্থান পায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার, শ্রমমান, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার হালচাল ও ফিলিস্তিন প্রসঙ্গ।
আলোচনায় অংশ নেন—ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, শ্রম অধিকারকর্মী বাবুল আক্তার ও জলবায়ু কর্মী সোহানুর রহমান।
কল্পনা আক্তার বলেন, শ্রম আইনসহ বিভিন্ন বিষয়ে লু জানতে চেয়েছেন।
সোহানুর রহমান বলেন, শ্রমিকের অধিকার, ফিলিস্তিন ও জলবায়ু পরিবর্তনের নানান দিক নিয়ে বৈঠকে কথা হয়েছে।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন লু। এরপর যোগ দেন নৈশভোজে।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সবগুলো বৈঠকে উপস্থিত ছিলেন।
আগামীকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মামুনের সঙ্গে লুর আলাদা আলাদা বৈঠকের কথা রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্পে সাশ্রয় হওয়া টাকায় আরও ৩৫টি কোচ (বগি) কেনার সিদ্ধান্ত হলেও নির্দিষ্ট মেয়াদে সেগুলো আসছে না। যে সময়ে আসবে, তখন টাকা পরিশোধে জটিলতার কারণে এই প্রকল্পের মেয়াদ আগামী বছর জুন পর্যন্ত এক বছর বাড়ানো হচ্ছে।
৮ ঘণ্টা আগেপরপর দুটি দুর্ঘটনায় উড়ে যায় বাসের ছাদ। বাসে যাত্রী ছিলেন ৬০ জন। আহতও হন বেশ কয়েকজন। তবে এরপরও বাস থামাননি চালক। ছাদবিহীন বাস বেপরোয়া গতিতে চালিয়েছেন প্রায় ৫ কিলোমিটার। এরপর যাত্রী ও ওই পথে চলা অন্যদের রোষের মুখ বাস থামিয়ে পালিয়ে যান চালক।
১০ ঘণ্টা আগেপররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ‘মহান মুক্তিযুদ্ধে গণহত্যার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনা ও স্বাধীনতা-পূর্ব অভিন্ন সম্পদের বকেয়া অর্থ দাবি’ করা হয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। কিন্তু পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে এই অমীমাংসিত
১২ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যের বেশির ভাগ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ‘দ্বিধাগ্রস্ত’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আরাকান আর্মি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত নয়, তাই আনুষ্ঠানিক আলোচ
১৩ ঘণ্টা আগে