Ajker Patrika

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নির্বিঘ্নে পূজা উদ্‌যাপিত হবে: র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২৩: ১৬
Thumbnail image

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, দেশের মানুষের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক পর্যায়ে এসেছে। আমরা দৃঢ় বিশ্বাস করি, অন্যবারের তুলনায় এবার দুর্গাপূজা অত্যন্ত ভালোভাবে উদ্‌যাপিত হবে। 

আজ বুধবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

র‍্যাব মহাপরিচালক বলেন, এবারের পূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন। আমরা আশা করছি, অত্যন্ত নির্বিঘ্নে সুন্দরভাবে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই এবারের পূজা সম্পন্ন করতে পারব। অন্যান্য বারের চেয়েও এবার পূজা অত্যন্ত ভালোভাবে উদ্‌যাপন হবে। 

কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরে শহিদুর রহমান বলেন, আমাদের ছোটখাটো কিছু চ্যালেঞ্জ থাকে। এর একটা বড় চ্যালেঞ্জ হলো গুজব। তুচ্ছ কোনো ঘটনাকে গুজব আকারে অত্যন্ত বড় হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়। এর মাধ্যমে দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে। আমাদের সাইবার ইউনিট সার্বক্ষণিকভাবে এটি মনিটরিং করছে। এ ধরনের গুজবের ব্যাপারে আমরা দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করছি। যেকোনো গুজব যেন আমাদের পূজা উদ্‌যাপনে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য র‍্যাব সচেষ্ট রয়েছে। 

তিনি বলেন, সরকার ও আমাদের জন্য চ্যালেঞ্জ হলো, এই পূজা সুন্দরভাবে উদ্‌যাপন করা। সেই চ্যালেঞ্জ মাথায় নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কোনো ধরনের অঘটন যাতে না ঘটে সে জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব। 

র‍্যাব মহাপরিচালক বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দুষ্কৃতকারীরা ন্যূনতম সুযোগ পাবে না। বেশকিছু দুষ্কৃতকারীকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করেছি, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক পর্যায়ে এসেছে। 

রাজধানীর গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি জে এল ভৌমিক বলেন, সারা দেশে ৩২ হাজারের বেশি স্থানে পূজা হচ্ছে এবার। প্রতিটি মণ্ডপে র‍্যাবের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এ বছর কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা মায়ের পূজা করতে পারব। মফস্বলে যেসব স্থানে পূজা হচ্ছে, সেখানে যেন নির্বিঘ্নে উদ্‌যাপন করা যায়, সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত