Ajker Patrika

অবসর ভাতাসহ প্রবাসীদের স্বার্থে ৯ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবসর ভাতাসহ প্রবাসীদের স্বার্থে ৯ দফা দাবি

প্রবাসীদের মানবাধিকার রক্ষা ও তাঁদের নিরাপত্তা রক্ষার স্বার্থে ৯ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘হাসিনা কর্তৃক গুম, খুন, গণহত্যার প্রতিবাদ’ শীর্ষক আলোচনায় এ দাবি উত্থাপন করা হয়।

আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি এইচ এম মনিরুজ্জামান লিখিত বক্তব্যে নয় দফা দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো মধ্যে রয়েছে:
১. দেশের জনসংখ্যার আনুপাতিক হারে ২ কোটি প্রবাসীদের পক্ষে সংসদে কথা বলার জন্য প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য রাখতে হবে, তাঁরা যেন সংসদে তাৎক্ষণিকভাবে প্রবাসীদের সমস্যাগুলো উত্থাপন এবং সমাধান করতে পারে। 
২. প্রবাসে মারা যাওয়া প্রত্যেক প্রবাসীর মৃতদেহ বিনা খরচে দ্রুত দেশে আনতে হবে। 
৩. প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সম্মান দিতে হবে। 
৪. সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম কমাতে হবে এবং বিমান টিকিটের দাম কমিয়ে আনতে হবে। 
৫. প্রবাসীর পরিবারের নিরাপত্তা দিতে হবে এবং প্রবাসে থাকা ব্যক্তিদের জমি-জমা দখল বন্ধ করতে হবে। 
৬. প্রবাসীরা ১২ বছর পর অবসরে গেলে তাঁদের অবসর ভাতা দিতে হবে। 
৭. সব প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে। 
৮. প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে। 
৯. শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের ঋণ দিতে হবে। 

আলোচনা সভায় আয়োজকেরা দুবাইতে আটকৃত প্রবাসীদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চিত করার দাবি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দিতে পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সৈয়দপুরে চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত