Ajker Patrika

চার মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, কমেছে শনাক্তের হারও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৩৪
চার মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, কমেছে শনাক্তের হারও

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮০ জন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যেখানে গতকাল ২৫ জনের মৃত্যু এবং ৮১৮ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

গত চার মাসের মধ্যে এটিই দৈনিক সর্বনিম্ন মৃত্যু। এর আগে সর্বশেষ ২৬ মে ১৭ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

এর আগে জুনের শেষ নাগাদ থেকে আগস্টের শেষ নাগাদ পর্যন্ত টানা দৈনিক মৃত্যু ১০০-এর ওপরে ছিল। এমনকি কোনো কোনো দিন মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। গত ১০ ও ৫ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮২০টি সক্রিয় ল্যাবে ২২ হাজার ২২১টি নমুনা পরীক্ষা করলে ৯৮০ টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। 

যেখানে গতকাল ৮১৫টি সক্রিয় ল্যাবে ১৭ হাজার ৮১৮টি নমুনা পরীক্ষা করলে ৮১৮ টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫৯ শতাংশ। 

এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ১০ জন কোভিড রোগী। এ ছাড়া চট্টগ্রামে চারজন, রাজশাহীতে দুজন, খুলনায় একজন, সিলেটে তিনজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে। এ সময় বরিশাল ও রংপুর বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। 

এক দিনে করোনায় মৃত ২১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭ জন এবং বেসরকারি হাসপাতালে চারজন। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৭ আর নারী ১৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১-৯০ বছর বয়সী দুজন, ৭১–৮০ বছর বয়সী একজন, ৬১–৭০ বছর বয়সী সাতজন, ৫১–৬০ বছর বয়সী সাতজন, ৪১–৫০ বছর বয়সী দুজন এবং ৩১-৪০ বছর বয়সী একজন এবং ১১-২০ বছর বয়সী একজন কোভিড রোগী এই সময়ে মারা গেছেন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১ হাজার ৩১২ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন; যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জন। আর মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪১৪ জন করোনা রোগীর। 

 ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত রোগী শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত