কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ও চীনের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনার বিষয়টি আলোচনায় আসতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যকার বৈঠকটি আগামী শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।
সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বুধবার দুপুরের পর চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটাই হবে তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফর।
ভারতের সঙ্গে অন্যতম অভিন্ন নদী তিস্তার বাংলাদেশ অংশের পানি ব্যবস্থাপনা প্রকল্পে চীনের আগ্রহ আছে। এমন প্রেক্ষাপটে আসন্ন শীর্ষ বৈঠকে তিস্তা প্রসঙ্গটি আসবে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, ‘তিস্তা প্রকল্প নিয়ে আলোচনার সুযোগ আছে।’
চীনে প্রধান উপদেষ্টার সফর ও থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে তাঁর যোগ দেওয়ার বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব এসব কথা বলেন। তিনি বলেন, ‘চীনের দিক থেকে বাংলাদেশে পানি ব্যবস্থাপনায় যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ আছে। বাংলাদেশেরও এ ক্ষেত্রে আলোচনার কিছু বিষয় রয়েছে।’
জসীম উদ্দিন বলেন, প্রেসিডেন্ট সির সঙ্গে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৌশলগত দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু, বাণিজ্য, কৃষি অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা, রোহিঙ্গা সমস্যার সমাধানসহ বিভিন্ন দিক আলোচনায় আসবে।
এই সফরে পানিসংক্রান্ত অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সংস্কৃতি, ক্রীড়া, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে। এর বাইরে অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়ে কিছু ঘোষণা আসতে পারে।
চীন সফরের শুরুতে প্রধান উপদেষ্টা কাল বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশে ‘বোয়াও এশিয়া ফোরাম’ শীর্ষক একটি সম্মেলনে যোগ দেবেন। আগামী শুক্রবার প্রেসিডেন্ট সির সঙ্গে বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টা বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে একটি সংলাপ ও বিভিন্ন বিষয়ে তিনটি সেমিনারে যোগ দেবেন। আগামী শনিবার পিকিং বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে।
প্রধান উপদেষ্টা আগামী শনিবার দেশে ফিরবেন।
বাংলাদেশ ও চীনের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনার বিষয়টি আলোচনায় আসতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যকার বৈঠকটি আগামী শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।
সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বুধবার দুপুরের পর চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটাই হবে তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফর।
ভারতের সঙ্গে অন্যতম অভিন্ন নদী তিস্তার বাংলাদেশ অংশের পানি ব্যবস্থাপনা প্রকল্পে চীনের আগ্রহ আছে। এমন প্রেক্ষাপটে আসন্ন শীর্ষ বৈঠকে তিস্তা প্রসঙ্গটি আসবে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, ‘তিস্তা প্রকল্প নিয়ে আলোচনার সুযোগ আছে।’
চীনে প্রধান উপদেষ্টার সফর ও থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে তাঁর যোগ দেওয়ার বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব এসব কথা বলেন। তিনি বলেন, ‘চীনের দিক থেকে বাংলাদেশে পানি ব্যবস্থাপনায় যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ আছে। বাংলাদেশেরও এ ক্ষেত্রে আলোচনার কিছু বিষয় রয়েছে।’
জসীম উদ্দিন বলেন, প্রেসিডেন্ট সির সঙ্গে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৌশলগত দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু, বাণিজ্য, কৃষি অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা, রোহিঙ্গা সমস্যার সমাধানসহ বিভিন্ন দিক আলোচনায় আসবে।
এই সফরে পানিসংক্রান্ত অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সংস্কৃতি, ক্রীড়া, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে। এর বাইরে অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়ে কিছু ঘোষণা আসতে পারে।
চীন সফরের শুরুতে প্রধান উপদেষ্টা কাল বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশে ‘বোয়াও এশিয়া ফোরাম’ শীর্ষক একটি সম্মেলনে যোগ দেবেন। আগামী শুক্রবার প্রেসিডেন্ট সির সঙ্গে বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টা বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে একটি সংলাপ ও বিভিন্ন বিষয়ে তিনটি সেমিনারে যোগ দেবেন। আগামী শনিবার পিকিং বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে।
প্রধান উপদেষ্টা আগামী শনিবার দেশে ফিরবেন।
রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশকর্মী আমিরুল রাজিব, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক গীতিআরা নাসরিনসহ ৯ জনের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্ব
২ ঘণ্টা আগেমানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
২ ঘণ্টা আগেসভায় উপদেষ্টা জানান, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা শ্রমিকদের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে বার্ডস গ্রুপ, টিএনজেড গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, ডার্ড গ্রুপ, নায়াগ্রা টেক্সটাইলস লিমিটেড, রোয়ার ফ্যাশন লিমিটেড, মাহমুদ জিন্স লিমিটেড, স্টাইল ক্রাফট লিমিটেড ও গোল্ডস্টার গার্মেন্টস
২ ঘণ্টা আগেদুদকের মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর বেঙ্গল ও অ্যান্ড এম সার্ভিসেসের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির কারওয়ান বাজার শাখায় হিসাব খোলেন জন হক সিকদার। একই দিনে বিদ্যুৎকেন্দ্রের দুটি কার্যাদেশ বাস্তবায়নের কথা বলে ১৫০ কোটি টাকার বাই-মুরাবাহা ঋণের আবেদন করেন তিনি।
৩ ঘণ্টা আগে