Ajker Patrika

অতিরিক্ত ভাড়া আদায় করায় ২৩টি বাসকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অতিরিক্ত ভাড়া আদায় করায় ২৩টি বাসকে জরিমানা

দেশে জ্বালানি তেলের দাম বাড়ার পরে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্নস্থানে ২৩ বাসকে জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই সকল বাস থেকে নগদ এক লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

আজ বুধবার সন্ধ্যায় জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) সারওয়ার আলম। 

সারওয়ার আলম জানান, আজ ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১২টি স্পটে বিআরটিএর ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে এই সকল ভ্রাম্যমাণ আদালত ২৩টি বাসকে জরিমানা করেছে। তাদের কাছ থেকে এক লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

অভিযানের সময়ে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮২টি ডিজেল চালিত বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করেন। ২৩টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায়। এছাড়া একই অপরাধের পুর্নাবৃত্তির কারণে নয়টি বাসকে ডাম্পিং করা হয়েছে। 

অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাজ বিআরটিএ-র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মোঃ সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় তদারকি করেন। অভিযানের সময়ে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত