জবি প্রতিনিধি
ঈদুল ফিতরকে সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আমাদের যে প্রস্তুতি আছে সদরঘাট লঞ্চ টার্মিনালকে ঘিরে তা মোটামুটি সন্তোষজনক। এখানে বিআইডব্লিউটিএ, মালিক, শ্রমিক নেতারা যারা আছে তাঁদের সঙ্গে আমি মিটিং করেছিলাম। মিটিংয়ে যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন কারতে যথাযথ কাজ করছে।
আজ রোববার বেলা সাড়ে ৩টায় ঢাকা সদরঘাট টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, আমি এখানে যাত্রীদের সঙ্গে কথা বলে দেখলাম তারাও মোটামুটি সন্তুষ্ট। তারা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে ভ্রমণ করছে। এছাড়াও শৃঙ্খলা রক্ষার জন্য আমরা লঞ্চে মোটরসাইকেল না ওঠানোর নির্দেশনা দিয়েছি। যাতে যাত্রীদের কোন অসুবিধা না হয়।
আমি দেখলাম যাত্রীদের মধ্যে সচেতনতা বেড়েছে। অনেকে পরিবার নিয়ে ঈদের আগে আগে চলে যাচ্ছে। যাত্রী নিরাপত্তার স্বার্থে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু টার্মিনালের ভেতরে না বাইরের রাস্তাগুলাতেও টহল দিচ্ছে যাতে জায়গাটা নিরাপদ থাকে, কোন ধরনের ভোগান্তি না হয়।
মন্ত্রী আরও বলেন, ঈদকে সামনে রেখে একধরনের দুষ্ট চক্র আছে যারা মানুষকে চাপে ফেলে অতিরিক্ত অর্থ আদায় করতে চায়। এ রকম কেউ যদি আমাদের নজরদারিতে আসে আমি তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। ঈদকে সুন্দর করতে হবে। আমরা চাই দেশের সকল মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে ঈদ করতে। একটা দুর্ঘটনা যাতে কারও ঈদের আনন্দকে মলিন করে না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। কাজেই নৌ পরিবহন মন্ত্রণালয়ের যতগুলো সংস্থা আছে আমরা সবাই মিলে সুন্দর ঈদ উপহার দিতে কাজ করছি।
সামনে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে এটা নিয়ে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এবিষয়েও নির্দেশনা দিয়েছি। যাত্রীরা যাতে নির্দেশনা মেনে চলে সে অনুরোধ থাকবে। এছাড়াও আমরা কত যাত্রী নিয়ে যেতে পারবো, আমাদের কত ক্যাপাসিটি আছে সেটা আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সেটা গণমাধ্যমে আপনারা প্রচার করছেন। যাত্রীর চাপ বেশি থাকলে আমরা ডাবল ট্রিপের ব্যবস্থা করবো। সবাই নির্দেশনা মেনে চললে বাকিটা আমরা সামলিয়ে নিতে পারবো এবং নিরাপত্তা দিয়ে যাত্রী পারাপার করতে পারবো।
এছাড়াও সদরঘাট টার্মিনালে পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌ-নিরাপত্তা ট্রাফিকের যুগ্নপরিচালক শেখ মো. সেলিম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ঈদুল ফিতরকে সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আমাদের যে প্রস্তুতি আছে সদরঘাট লঞ্চ টার্মিনালকে ঘিরে তা মোটামুটি সন্তোষজনক। এখানে বিআইডব্লিউটিএ, মালিক, শ্রমিক নেতারা যারা আছে তাঁদের সঙ্গে আমি মিটিং করেছিলাম। মিটিংয়ে যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন কারতে যথাযথ কাজ করছে।
আজ রোববার বেলা সাড়ে ৩টায় ঢাকা সদরঘাট টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, আমি এখানে যাত্রীদের সঙ্গে কথা বলে দেখলাম তারাও মোটামুটি সন্তুষ্ট। তারা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে ভ্রমণ করছে। এছাড়াও শৃঙ্খলা রক্ষার জন্য আমরা লঞ্চে মোটরসাইকেল না ওঠানোর নির্দেশনা দিয়েছি। যাতে যাত্রীদের কোন অসুবিধা না হয়।
আমি দেখলাম যাত্রীদের মধ্যে সচেতনতা বেড়েছে। অনেকে পরিবার নিয়ে ঈদের আগে আগে চলে যাচ্ছে। যাত্রী নিরাপত্তার স্বার্থে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু টার্মিনালের ভেতরে না বাইরের রাস্তাগুলাতেও টহল দিচ্ছে যাতে জায়গাটা নিরাপদ থাকে, কোন ধরনের ভোগান্তি না হয়।
মন্ত্রী আরও বলেন, ঈদকে সামনে রেখে একধরনের দুষ্ট চক্র আছে যারা মানুষকে চাপে ফেলে অতিরিক্ত অর্থ আদায় করতে চায়। এ রকম কেউ যদি আমাদের নজরদারিতে আসে আমি তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। ঈদকে সুন্দর করতে হবে। আমরা চাই দেশের সকল মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে ঈদ করতে। একটা দুর্ঘটনা যাতে কারও ঈদের আনন্দকে মলিন করে না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। কাজেই নৌ পরিবহন মন্ত্রণালয়ের যতগুলো সংস্থা আছে আমরা সবাই মিলে সুন্দর ঈদ উপহার দিতে কাজ করছি।
সামনে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে এটা নিয়ে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এবিষয়েও নির্দেশনা দিয়েছি। যাত্রীরা যাতে নির্দেশনা মেনে চলে সে অনুরোধ থাকবে। এছাড়াও আমরা কত যাত্রী নিয়ে যেতে পারবো, আমাদের কত ক্যাপাসিটি আছে সেটা আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সেটা গণমাধ্যমে আপনারা প্রচার করছেন। যাত্রীর চাপ বেশি থাকলে আমরা ডাবল ট্রিপের ব্যবস্থা করবো। সবাই নির্দেশনা মেনে চললে বাকিটা আমরা সামলিয়ে নিতে পারবো এবং নিরাপত্তা দিয়ে যাত্রী পারাপার করতে পারবো।
এছাড়াও সদরঘাট টার্মিনালে পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌ-নিরাপত্তা ট্রাফিকের যুগ্নপরিচালক শেখ মো. সেলিম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন রকম আদর্শিক অবস্থান থেকে তাদের মতামত দিয়েছেন। আমরা আশা করি, জাতীয় স্বার্থে, রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকে যার যার অবস্থান থেকে বলবেন, প্রত্যেকটা দল ও জোট কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন।
২ ঘণ্টা আগেসরকারি সফরে আজ শনিবার কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট...
৪ ঘণ্টা আগেসারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
১৫ ঘণ্টা আগেসিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট ১৪ মে থেকে শুরু হচ্ছে। এদিন ৪১৯ যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দেবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
১৫ ঘণ্টা আগে