Ajker Patrika

সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি নয়, প্রতিপালনই গুরুত্বপূর্ণ: সিইসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১২: ৪৫
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে সিইসি। ছবি: আজকের পত্রিকা
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে সিইসি। ছবি: আজকের পত্রিকা

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি প্রস্তুত করা হয়নি, আচরণবিধি প্রতিপালনই গুরুত্বপূর্ণ। আমি আশা করি, আমাদের রাজনৈতিক দলগুলো আচরণবিধি প্রতিপালনে ভূমিকা রাখবে।’

আজ বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘সংলাপের উদ্দেশ্য আচরণবিধি প্রতিপালন করা আর আপনাদের সহযোগিতা চাওয়া। সুন্দর নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলো সবাই জাতির কাছে ওয়াদাবদ্ধ। কোনো দলের বক্তব্যে শুনতে পাইনি যে তারা ভালো নির্বাচন চায় না। সুন্দর নির্বাচন আয়োজনে আমরাও জাতির কাছে ওয়াদা করেছি। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য কিন্তু এক।’

সিইসির সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা
সিইসির সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

গত ১০-১৫ বছরে আমাদের দেশের ভোটাররা কিছুটা ভোটবিমুখ হয়ে পড়েছিলেন উল্লেখ করে সিইসি বলেন, ‘ভোটাররা মনে করত আমি যাওয়ার আগেই আমার ভোট দেওয়া হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ তৃণমূল যাতে আপনাদের বক্তব্যে প্রভাবিত হয়, সবাই যাতে ভোটকেন্দ্রে আসে। আমরা চাই ব্যাপক হারে ভোটকেন্দ্রে আসুক। আর আপনাদের প্রার্থীরা যাতে আচরণবিধি প্রতিপালন করে সেটি লক্ষ্য করবেন। আমরা আশা করব, আপনারা এতে প্রত্যাশিত ভূমিকা রাখবেন।’

সিইসির সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা
সিইসির সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

সিইসি আরও বলেন, ‘দল, ইসি, আইনশৃঙ্খলা বাহিনী সবাই মিলে একটি সুন্দর নির্বাচন করতে এগিয়ে যাব। এ বিষয়ে আপনাদের মূল্যবান পরামর্শ চাই।’

সকালের পর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিজেএমপি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।

দুপুরের পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, গণঅধিকার পরিষদ-জিওপি, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)-কে আমন্ত্রণ জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফটিকছড়িতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক দুই

লিটনদের ‘ফাইনাল’ ম্যাচ দিনের আলোয়

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, প্রার্থী হচ্ছেন কোন আসনে

আজকের রাশিফল: প্রাক্তনের মেসেজ পেয়ে আবেগে ভেসে যাবেন, কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন

লবণাক্ত সুন্দরবনে মাটির গভীরে আছে দুটি বিশাল মিঠাপানির ভান্ডার: গবেষণা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ