নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাজের পরিধির সঙ্গে মন্ত্রীর বয়স বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী প্রয়োজন বলে মত দিয়েছিলেন পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিলে নেবেন কি না, সেই প্রশ্নে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী যা বলবেন তা তিনি মেনে নেবেন। প্রধানমন্ত্রী আগুনে ঝাঁপ দিতে বললে তা-ও করবেন।
নারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রীর পদ থেকে আজ মঙ্গলবার পদত্যাগপত্র দিয়েছেন মুরাদ হাসান। ফলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের ইচ্ছা পরোক্ষে প্রকাশ করলেও সে আশা আর পূরণ হলো না তাঁর!
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংসহিতার ঘটনায় গত ১১ নভেম্বর সচিবালয়ে নিজের দপ্তরে খেদ প্রকাশ করেন মুরাদ। সে সময় সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় পুলিশ প্রশাসন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি দেখছেন কি না? জবাবে মুরাদ বলেছিলেন, ‘আমি এভাবে বলতে চাই না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ভদ্রলোক, নিপাট ভদ্রলোক, বীর মুক্তিযোদ্ধা, উনি দেশপ্রেমিক মানুষ, উনি অত্যন্ত নিবেদিতপ্রাণ, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মানুষ এবং প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত ও পছন্দের। আমি মন্ত্রিসভার সদস্য হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে একাধিকবার বলতে শুনেছি, আমার স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভালো, কথা কম বলে, যখন কথা বলে অনেক হিসেব করে কথা বলে।’
‘এ কথাগুলো প্রধানমন্ত্রী নিজের মুখে বলেছেন, এটার রাজসাক্ষী আমি। অতএব তাঁকে নিয়ে সমালোচনা করার কোনো মানসিকতা এবং অধিকার রাখি না। এত বড় মন্ত্রণালয়, আমাদের দেশটা তো একেবারে ছোট না। মানুষের সংখ্যাও তো অনেক, ১৭ কোটি। ওখানে (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে) বোধ হয় আরও কাউকে দিলে ভালো হতেও পারে, এটুকু বলতে পারি। ওনাকে (স্বরাষ্ট্রমন্ত্রী) সহযোগিতা করা প্রয়োজন।’ যোগ করেন মুরাদ হাসান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেলে নেবেন কি না, সেই প্রশ্নে মুরাদ বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছেন। রাষ্ট্রের নির্বাহী প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। উনি সংসদনেতা, দলেরও প্রধান। উনি আমাদের মা, আমার কাছেও তাই। উনি যা বলবেন আমি তাই করব, মাথা পেতে নেব। উনি যদি বলেন আগুনে ঝাঁপ দে মুরাদ, ঝাঁপ দেব। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার।’
কাজের পরিধির সঙ্গে মন্ত্রীর বয়স বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী প্রয়োজন বলে মত দিয়েছিলেন পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিলে নেবেন কি না, সেই প্রশ্নে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী যা বলবেন তা তিনি মেনে নেবেন। প্রধানমন্ত্রী আগুনে ঝাঁপ দিতে বললে তা-ও করবেন।
নারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রীর পদ থেকে আজ মঙ্গলবার পদত্যাগপত্র দিয়েছেন মুরাদ হাসান। ফলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের ইচ্ছা পরোক্ষে প্রকাশ করলেও সে আশা আর পূরণ হলো না তাঁর!
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংসহিতার ঘটনায় গত ১১ নভেম্বর সচিবালয়ে নিজের দপ্তরে খেদ প্রকাশ করেন মুরাদ। সে সময় সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় পুলিশ প্রশাসন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি দেখছেন কি না? জবাবে মুরাদ বলেছিলেন, ‘আমি এভাবে বলতে চাই না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ভদ্রলোক, নিপাট ভদ্রলোক, বীর মুক্তিযোদ্ধা, উনি দেশপ্রেমিক মানুষ, উনি অত্যন্ত নিবেদিতপ্রাণ, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মানুষ এবং প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত ও পছন্দের। আমি মন্ত্রিসভার সদস্য হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে একাধিকবার বলতে শুনেছি, আমার স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভালো, কথা কম বলে, যখন কথা বলে অনেক হিসেব করে কথা বলে।’
‘এ কথাগুলো প্রধানমন্ত্রী নিজের মুখে বলেছেন, এটার রাজসাক্ষী আমি। অতএব তাঁকে নিয়ে সমালোচনা করার কোনো মানসিকতা এবং অধিকার রাখি না। এত বড় মন্ত্রণালয়, আমাদের দেশটা তো একেবারে ছোট না। মানুষের সংখ্যাও তো অনেক, ১৭ কোটি। ওখানে (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে) বোধ হয় আরও কাউকে দিলে ভালো হতেও পারে, এটুকু বলতে পারি। ওনাকে (স্বরাষ্ট্রমন্ত্রী) সহযোগিতা করা প্রয়োজন।’ যোগ করেন মুরাদ হাসান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেলে নেবেন কি না, সেই প্রশ্নে মুরাদ বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছেন। রাষ্ট্রের নির্বাহী প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। উনি সংসদনেতা, দলেরও প্রধান। উনি আমাদের মা, আমার কাছেও তাই। উনি যা বলবেন আমি তাই করব, মাথা পেতে নেব। উনি যদি বলেন আগুনে ঝাঁপ দে মুরাদ, ঝাঁপ দেব। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার।’
ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগেকোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক এমপি শাজাহান খান, তাঁর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম ও ছেলে মো. আসিবুর রহমানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদ বিবরণীর নোটিশ
১০ ঘণ্টা আগেভূমধ্যসাগর হয়ে অবৈধ উপায়ে ইতালি যাওয়ার সময় নৌকাডুবির শিকার হয়ে মারা যাওয়া ২৩ ব্যক্তিকে লিবিয়ায় দাফন করা হয়েছে। এসব মৃতদেহের অবয়ব দেখে রেড ক্রিসেন্টসহ লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, নিহতরা বাংলাদেশের নাগরিক। এদিকে নৌকাডুবির ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
১০ ঘণ্টা আগেইতালিতে পাঠানোর নাম করে নিরীহ চাকরিপ্রার্থীদের লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায় করছে ভয়ঙ্কর নিষ্ঠুর মাফিয়া চক্র। সম্প্রতি ইতালিসহ বিশ্বের কয়েকটি গন্তব্যে যেতে আগ্রহী কর্মীদের প্রতারণার ফাঁদে ফেলার প্রবণতা বেড়েছে। মানব পাচারকারীদের কবলে পড়ে নৌকাডুবিতে মৃত্যু ছাড়াও নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে অনেকে।
১০ ঘণ্টা আগে