Ajker Patrika

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীরা পার পাবে না: অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৭: ৫৬
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীরা পার পাবে না: অন্তর্বর্তী সরকার

আজ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সরকার একে অগ্রহণযোগ্য ও নাগরিক অধিকার লঙ্ঘনের জঘন্য দৃষ্টান্ত বলে আখ্যা দিয়েছে।

জুলাই অভ্যুত্থানের এক বছরের পূর্তি উপলক্ষে দেশব্যাপী পদযাত্রা ও সমাবেশ শুরু করে এনসিপি। আজ বুধবার গোপালগঞ্জে সমাবেশ শুরুর আগে এনসিপি নেতা-কর্মী, পুলিশ ও সংবাদকর্মীদের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বহু ব্যক্তিকে লাঞ্ছিত করা হয়।

সরকারের বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকেরা এই ঘৃণ্য হামলা করেছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।

সরকার একই সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের দ্রুত হস্তক্ষেপের প্রশংসা করেছে এবং হামলার পরও সাহসিকতার সঙ্গে শান্তিপূর্ণভাবে সমাবেশ চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছে।

বিবৃতির শেষাংশে অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে জানায়, বাংলাদেশে সহিংসতার কোনো স্থান নেই। দোষীরা পার পাবে না। ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত