Ajker Patrika

মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুন ২০২২, ১৩: ০৩
মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু

ঢাকা ও ভারতের জলপাইগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু হলো আজ থেকে। ভারতের দিল্লিতে বাংলাদেশের রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং ভারতীয় রেলমন্ত্রী শ্রী আশ্বিনি বৈষ্ণব আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে ট্রেনটির ভার্চুয়াল ফ্ল্যাগ অফ করেছেন।

এর মধ্য দিয়েই বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় আন্তদেশীয় ট্রেন চালু হলো। মিতালীর আগে মৈত্রী ও বন্ধন ট্রেন চালু হয়েছিল।

মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করবে। ট্রেনটির রুট হলো হলদিবাড়ি (ভারত)-চিলাহাটি (বাংলাদেশ)। এই ট্রেনে ঢাকায় আসতে প্রায় ৯ ঘণ্টা ৫৫ মিনিট সময় লাগবে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ১১টা ৪৫ মিনিটে (আইএসটি), ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে ২২টা ৩০ মিনিটে (বিএসটি), অনুরূপভাবে ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়বে ২১টা ৫৯ মিনিটে (বিএসটি), নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে ৭টা ১৫ মিনিটে।

ঢাকা এবং ভারতের জলপাইগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু।ট্রেনটি সপ্তাহে দুই দিন চলাচল করবে ভারত থেকে রবি ও বুধবার, বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতিবার। ট্রেনের ভাড়া এসি বার্থ ৫ হাজার ২৫৫, এসি সিট ৩ হাজার ৪২০, এসি চেয়ার ২ হাজার ৭৮০ টাকা।

বাংলাদেশ ট্রেন সম্পর্কিত সংবাদ পেতে - এখানে ক্লিক করুন

এর আগে গত বছরের (২০২১) ২৭ মার্চ এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিতালি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন ঘোষণা করেছিলেন। উদ্বোধন হলেও সে সময় ট্রেনটি চলাচল করতে পারেনি। কারণ করোনাভাইরাসের জন্য দুই দেশের মধ্যে ভ্রমণ ভিসা বন্ধ ছিল।

জাতীয় সম্পর্কিত খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত