Ajker Patrika

ঢাকায় অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকার সকল জেলাসহ রাজধানীতে আগামীকাল সোমবার থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু হচ্ছে। আর সারা দেশে শুরু হবে আগামী সপ্তাহ থেকে। 

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানিয়েছেন অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক। 

ডা. শামসুল হক বলেন, এরই মধ্যে জাপান থেকে কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সোয়া দশ লাখ ডোজ টিকা বাংলাদেশ এসেছে। আগামী মঙ্গলবার আরও সোয়া ছয় লাখ ডোজ আসবে। এতে ঘাটতি টিকার সংস্থান হয়েছে। ফলে এ টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণদের পূর্ণাঙ্গ টিকা দেওয়া সম্ভব হবে। 

শামসুল হক বলেন, আগামীকাল ঢাকা বিভাগের সকল জেলায় এবং আগামী সপ্তাহে দেশের সকল কেন্দ্রে ঘাটতি টিকার ডোজ প্রয়োগ শুরু হবে। সে ক্ষেত্রে প্রথম ডোজের পর অপেক্ষমাণদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হবে। তবে দ্বিতীয় ডোজের জন্য ইতিপূর্বে যাদেরকে এসএমএস দেওয়া হয়েছিল কিন্তু টিকা পাননি তারা দ্বিতীয় ডোজ নিতে এসএমএসের প্রয়োজন হবে না। 

গত ফেব্রুয়ারি থেকে কোভিশিল্ড টিকার মাধ্যমে গণ টিকা কার্যক্রম শুরু করে সরকার। তবে টিকার ঘাটতির কারণে ১৫ লাখ ২১ হাজার ব্যক্তি দ্বিতীয় ডোজ পাননি। এ টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত