Ajker Patrika

বিচার বিভাগ সচিবালয় নিয়ে ৬০ দিনের মধ্যে জানানোর নির্দেশ

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিচার বিভাগ সচিবালয়ের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ও বিচারকদের শৃঙ্খলা বিধি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আজ রোববার সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

এর আগে গত ২৫ আগস্ট রিটটি করা হয়। রিটে বলা হয়, ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতে দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলাবিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত রয়েছে। একই অনুচ্ছেদ রাষ্ট্রপতি উক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করবেন বলে উল্লেখ রয়েছে। মূলত রাষ্ট্রপতির ওপর ন্যস্ত এই দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রের নির্বাহী বিভাগের সরাসরি হস্তক্ষেপ দেখা যায়, যা বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত