Ajker Patrika

ডিআইজি থেকে এসপি পদমর্যাদার ৮৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ৩৭
ডিআইজি থেকে এসপি পদমর্যাদার ৮৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

পুলিশ বাহিনীতে চলমান রদবদলের ধারাবাহিকতায় এবার ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ৮৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা চারটি প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানানো হয়।

এই রদবদলে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) আকর্ষণীয় জায়গায় থাকা অনেককে আর্মড পুলিশ, নৌ পুলিশ, অ্যান্টি টেরোরিজম ইউনিটসহ পুলিশের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে বদলি করা হয়েছে। 

আর ওএসডি ও তুলনামূলক কম আকর্ষণীয় জায়গায় থাকা কর্মকর্তাদের ঢাকা মহানগর পুলিশ, পুলিশ সদর দপ্তরসহ ভালো পদায়ন করা হয়েছে।

গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর পুলিশের প্রায় সব পর্যায়ে রদবদল অব্যাহত রয়েছে। বাধ্যতামূলক অবসরেও পাঠানো হচ্ছে কোনো কোনো কর্মকর্তাকে।

শেখ হাসিনার আমলের পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পালাবদলের পরদিন চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলে আনা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে।

পরদিন ৭ আগস্ট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।

এ ছাড়া অতিরিক্ত উপকমিশনার সহকারী কমিশনার এবং ওসি পর্যায়ের কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত