নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসরকারি বাসে শিক্ষার্থীদের ভাড়া কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ভাড়া কমানোর বিষয়ে মালিকেরা নিজেদের মধ্যে আলোচনা করে প্রস্তাবনা দিতে বলা হয়েছে। তবে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের ভাড়া কমানো হবে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেবেন।
আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কার্যালয়ে হাফ ভাড়া নিয়ে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।
এ সময় শিক্ষার্থীদের ঘরে ফেরার অনুরোধ জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি সরকার আন্তরিক। সেই কারণে আমরা আজ বৈঠক করেছি। তাই এখন শিক্ষার্থীদের উচিত অবরোধ না করার। বেসরকারি পরিবহন শিক্ষার্থীদের জন্য কতটা ছাড় দিতে পারে তার জন্য পরিবহন মালিকেরা নিজেরা বসবেন। তারপর তারা তাদের একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাবে। তখন আমরা তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি ঘোষণা দেব।
পরিবহন মালিকদের বিষয়ে সচিব আরও জানান, পরিবহন মালিকদের বাসে শিক্ষার্থীদের ভাড়া কম নিতে আপত্তি নেই। তবে তারা ভর্তুকি দেওয়ার কথা বলেছেন। কারণ হিসেবে তারা বলছেন প্রতিনিয়ত লোকসান হচ্ছে তাদের। সে ক্ষেত্রে সরকারের তরফ থেকে তাদের বোঝানো হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান হলেও সামাজিক দায়বদ্ধতা থেকে হাফ ভাড়ার বিষয়টি ভেবে দেখতে বলা হয়েছে।
ভাড়া বাড়ানোর পরেও সড়কে পরিবহনের যে দাপট সে বিষয়ে সরকারের কোনো ভূমিকা নিচ্ছে কিনা জানতে চাইলে সচিব নজরুল ইসলাম বলেন, সড়কে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বাসে অতিরিক্ত ভাড়া নিলেই জরিমানা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে মালিক-শ্রমিকদের কোন ধরনের ছাড় দেওয়া হয়নি।
বেসরকারি বাসে শিক্ষার্থীদের ভাড়া কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ভাড়া কমানোর বিষয়ে মালিকেরা নিজেদের মধ্যে আলোচনা করে প্রস্তাবনা দিতে বলা হয়েছে। তবে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের ভাড়া কমানো হবে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেবেন।
আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কার্যালয়ে হাফ ভাড়া নিয়ে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।
এ সময় শিক্ষার্থীদের ঘরে ফেরার অনুরোধ জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি সরকার আন্তরিক। সেই কারণে আমরা আজ বৈঠক করেছি। তাই এখন শিক্ষার্থীদের উচিত অবরোধ না করার। বেসরকারি পরিবহন শিক্ষার্থীদের জন্য কতটা ছাড় দিতে পারে তার জন্য পরিবহন মালিকেরা নিজেরা বসবেন। তারপর তারা তাদের একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাবে। তখন আমরা তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি ঘোষণা দেব।
পরিবহন মালিকদের বিষয়ে সচিব আরও জানান, পরিবহন মালিকদের বাসে শিক্ষার্থীদের ভাড়া কম নিতে আপত্তি নেই। তবে তারা ভর্তুকি দেওয়ার কথা বলেছেন। কারণ হিসেবে তারা বলছেন প্রতিনিয়ত লোকসান হচ্ছে তাদের। সে ক্ষেত্রে সরকারের তরফ থেকে তাদের বোঝানো হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান হলেও সামাজিক দায়বদ্ধতা থেকে হাফ ভাড়ার বিষয়টি ভেবে দেখতে বলা হয়েছে।
ভাড়া বাড়ানোর পরেও সড়কে পরিবহনের যে দাপট সে বিষয়ে সরকারের কোনো ভূমিকা নিচ্ছে কিনা জানতে চাইলে সচিব নজরুল ইসলাম বলেন, সড়কে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বাসে অতিরিক্ত ভাড়া নিলেই জরিমানা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে মালিক-শ্রমিকদের কোন ধরনের ছাড় দেওয়া হয়নি।
হজ পারমিট বা অনুমোদন ছাড়া হজ পালন করলে গুনতে হবে বিশাল অঙ্কের জরিমানা। শুধু তাই নয়, এভাবে হজ পালনে যাঁরা সহায়তা করবেন, তাদের গুনতে হবে কয়েক গুণ জরিমানা। এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
১১ মিনিট আগেসারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪৬৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৩৭ জনকে।
১৪ ঘণ্টা আগেপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৪ ঘণ্টা আগে১৮৬১ সালের পুলিশ আইনেই গন্ডগোল আছে উল্লেখ করে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে অনেক বিষয় পরীক্ষা–নিরীক্ষা দরকার। পরীক্ষা-নিরীক্ষা যদি দরকার হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। অথচ গন্ডগোল ১৮৬১ সালের পুলিশ আইনে। তা নিয়ে সংস্কার কমিশন কিছু বলছে না।
১৬ ঘণ্টা আগে