Ajker Patrika

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণ হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৯: ৩৭
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণ হবে: প্রতিমন্ত্রী

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে তেলের দাম নির্ধারণ করা হবে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, ‘একটা ফর্মুলা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে এরই মধ্যে আমরা অনুমোদন পেয়েছি। সেটা আমরা এ সপ্তাহে গেজেট আকারে প্রকাশ করব।’ 

তিনি বলেন, ‘জ্বালানি কীভাবে সাশ্রয়ী রাখতে পারি, তা নিয়ে কথা হয়েছে। এরই মধ্যে আমরা ডায়নামিক প্রাইসের দিকে যাচ্ছি। মার্চের প্রথম সপ্তাহে অর্থাৎ এ সপ্তাহ থেকে তেলের কথা যদি বলি, বিশেষ করে জ্বালানির দাম, ডায়নামিক প্রাইসের দিকে যাবে। আমরা আশা করছি, জ্বালানির ক্ষেত্রে একটা সাশ্রয়ী মূল্যে আমরা অ্যাডজাস্টমেন্টে (সমন্বয়) যেতে পারি।’ 

এ ছাড়া রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে যেখানে–সেখানে যাতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা না হয়, সে বিষয়ে নজরদারি করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে জেলা প্রশাসকদের বিরাট একটা ভূমিকা ছিল। সে বিষয়ে আমরা আলোকপাত করেছি। সামনে যে সময়টা আসছে, মার্চ মাসসহ বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখতে হবে। পরিবেশ নিয়েও কথা হয়েছে। সেচসহ সবকিছুতে সৌরবিদ্যুতের আওতা কীভাবে বাড়াতে পারি, তা নিয়ে কথা হয়েছে।’ 

ডিসিদের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে আমরা কী ব্যবস্থা নিতে পারি, তাদের বিষয়ে আরও কঠিন হওয়ায় যায় কি না; তা নিয়ে কথা হয়েছে। আর পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাস ও বিদ্যুতের সংযোগ না দিতে তাদের প্রতি অনুরোধ করা হয়েছে। কৃষিজমি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা ভরাট করে শিল্প করা হচ্ছে, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা ছিল।’ 

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি পেট্রলপাম্পে আমরা জিআইএস স্থাপন করেছি। সেগুলো আমরা লক্ষ্য করব।’

তেলের দাম বাংলাদেশে কমলে সীমান্ত দিয়ে পাচারের একটা শঙ্কা থাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমরা নজরে রেখেছি। আপনারা জানেন, বাংলাদেশে তেলের দাম ডিজেল প্রতি লিটার ১০৯ টাকা। কলকাতায় সেটা ১৩৩ টাকা। কাজেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আমরা বিষয়টি জানিয়েছি। এখানে যদি আরেকটু সাশ্রয়ী হয়, তাহলে আরও বেশি তেল পাচারের শঙ্কা থাকে। বিষয়টি নজরদারির মধ্যে থাকবে।’

সিলিন্ডারের দাম নির্ধারণ করে দেওয়ার পরও খুচরা বাজারে বেশি দামে বিক্রি হয়, সাংবাদিকদের এ প্রশ্নে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে কথা হয়েছে। ডিলারদের হাত থেকে কোনোমতে যেন সাব–এজেন্টদের হাত ঘুরে না যায়। সে বিষয়টি তারা যাতে নজরদারি করেন। রেস্তোরাঁসহ বিভিন্ন এলাকায় যাতে সিলিন্ডারের যত্রতত্র ব্যবহার করা না হয়, তাও নজরদারি করতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত