নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোরবানির ঈদ কেন্দ্র করে করোনা মহামারির মধ্যে চলমান বিধিনিষেধ শিথিল করে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে। আজ সোমবার সন্ধ্যায় বা মঙ্গলবার সকালে এই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা সোমবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে কী কী বিধিনিষেধ শিথিল রাখা হবে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে প্রজ্ঞাপন জারি করতে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসানো, স্বল্প পরিসরে গণপরিবহন চালু এবং ঈদের আগে কয়েক দিন দোকানপাট খোলার অনুমতি দেওয়া হতে পারে। তবে মানুষের চলাচলে কিছু বিধিনিষেধ আগের মতোই আরোপ থাকবে বলে জানান তিনি।
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধ শিথিল করা হয়। করোনার সংক্রমণ বাড়লে সীমান্তবর্তী জেলাগুলোয় লকডাউন দেওয়া হয়। ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাখতে রাজধানীর পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়। এরপরও সংক্রমণ না কমায় ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকর করছে সরকার। ১৪ জুলাই সেই লকডাউনের মেয়াদ শেষ হবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সোমবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগে দোকানপাট খোলা নিয়ে সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে কথা বলেনি। ফলে আমরা সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করছি। প্রজ্ঞাপনে যে নির্দেশনা দেওয়া হবে, আমরা সেভাবে চলব।’
হেলাল উদ্দিন জানান, অনেক দোকানমালিকই ঈদে আর দোকান খুলতে চাচ্ছেন না। এর কারণ হিসেবে তিনি বলেন, দোকান খুললেই কর্মচারীদের ঈদ বোনাস দিতে হবে, বকেয়া দোকান ভাড়াও পরিশোধ করতে হবে।
তবে ঈদের সময় নৌযান চালু রাখতে সরকারের কাছে আবেদন করেছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন। এই সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল আজকের পত্রিকাকে বলেন, ‘গত ঈদে মানুষের ঘরে ফেরা কোনোভাবেই আটকাতে পারেনি সরকার। তাই সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে বাড়ি ফিরতে পারে, সে জন্য আমরা লঞ্চ চালুর দাবি জানিয়েছি।’
কোরবানির ঈদ কেন্দ্র করে করোনা মহামারির মধ্যে চলমান বিধিনিষেধ শিথিল করে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে। আজ সোমবার সন্ধ্যায় বা মঙ্গলবার সকালে এই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা সোমবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে কী কী বিধিনিষেধ শিথিল রাখা হবে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে প্রজ্ঞাপন জারি করতে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসানো, স্বল্প পরিসরে গণপরিবহন চালু এবং ঈদের আগে কয়েক দিন দোকানপাট খোলার অনুমতি দেওয়া হতে পারে। তবে মানুষের চলাচলে কিছু বিধিনিষেধ আগের মতোই আরোপ থাকবে বলে জানান তিনি।
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধ শিথিল করা হয়। করোনার সংক্রমণ বাড়লে সীমান্তবর্তী জেলাগুলোয় লকডাউন দেওয়া হয়। ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাখতে রাজধানীর পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়। এরপরও সংক্রমণ না কমায় ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকর করছে সরকার। ১৪ জুলাই সেই লকডাউনের মেয়াদ শেষ হবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সোমবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগে দোকানপাট খোলা নিয়ে সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে কথা বলেনি। ফলে আমরা সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করছি। প্রজ্ঞাপনে যে নির্দেশনা দেওয়া হবে, আমরা সেভাবে চলব।’
হেলাল উদ্দিন জানান, অনেক দোকানমালিকই ঈদে আর দোকান খুলতে চাচ্ছেন না। এর কারণ হিসেবে তিনি বলেন, দোকান খুললেই কর্মচারীদের ঈদ বোনাস দিতে হবে, বকেয়া দোকান ভাড়াও পরিশোধ করতে হবে।
তবে ঈদের সময় নৌযান চালু রাখতে সরকারের কাছে আবেদন করেছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন। এই সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল আজকের পত্রিকাকে বলেন, ‘গত ঈদে মানুষের ঘরে ফেরা কোনোভাবেই আটকাতে পারেনি সরকার। তাই সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে বাড়ি ফিরতে পারে, সে জন্য আমরা লঞ্চ চালুর দাবি জানিয়েছি।’
অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে এস আর ট্রাভেলের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আমীনূন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে যাত্রীদের সবচেয়ে চাহিদা বেশি আগামী ৪ তারিখ বিকেলের পর থেকে ৫ তারিখ রাত পর্যন্ত। বেশির ভাগ যাত্রী এই দুই দিনের টিকিট চায়। ইতিমধ্যে এই দুই
২ ঘণ্টা আগেবাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী ৬ বছরের ব্যবধানে দেশটি বাংলাদেশ থেকে ১২ লাখ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। তাঁদের মধ্যে প্রায় ২০ হাজার শ্রমিক নেবে বিনা খরচে।
১১ ঘণ্টা আগেরাজধানী ঢাকায় এবার বিদ্যুৎ-চালিত (ইলেকট্রিক) বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে। এ জন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে পাঠানো এই প্রস্তাবে বলা হয়েছে, প্রকল্পে ৪০০ বিদ্যুৎ-চালিত বাস কেনা হবে। এসব বাসের ডিপো...
১২ ঘণ্টা আগেধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের দায়েরকৃত নির্বাচনী মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল দায়ের না করা বিষয়ে কোন আইনি জটিলতা আছে কিনা-সে বিষয়ে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে