Ajker Patrika

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন, দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার: বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২১: ২৪
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এ কথা জানিয়েছে।

বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার কমিশন কর্তৃক চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে চেয়ারম্যানকে বিস্তারিত জানান। তাঁরা উল্লেখ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত মোট আটটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারিত হয়েছে বলেও তাঁরা জানান।

কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, সংস্কার কার্যক্রমের বিষয়ে জনগণের মতামত সংগ্রহ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বৈঠকের শেষ পর্যায়ে কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং সামগ্রিক সংস্কারপ্রক্রিয়াকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। এতে নির্ধারিত সময়ে অর্থাৎ আগামী ডিসেম্বর মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারও উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত