Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে পাখির ধাক্কায় ২ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ২২: ১৬
শাহজালাল বিমানবন্দরে পাখির ধাক্কায় ২ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

পৃথক দুটি ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে উড্ডয়নের সময় এ ঘটনা ঘটে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের থাইল্যান্ডগামী ফ্লাইট বার্ড হিটে আক্রান্ত হয়। বিমানের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, উড্ডয়নের সময় উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে পাখি প্রবেশ করে। এ কারণে সেই উড়োজাহাজটি যাত্রা বাতিল করে মেরামতের জন্য নেওয়া হয়। যাত্রীদের অন্য উড়োজাহাজে ব্যাংককে পাঠানো হয়েছে। 

মেরামত শেষে পরে রাত সাড়ে ৮টা নাগাদ উড়োজাহাজটি ফ্লাইটের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানান তাহেরা খন্দকার। 

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইনস ফ্লাই দুবাইয়ের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজও বার্ড হিটের শিকার হয়। উড়োজাহাজটির ইঞ্জিন ও ল্যান্ডিং গিয়ারে পাখি আঘাত হানে। সেই ফ্লাইটে ১৮৫ জন যাত্রী ছিল। পরে উড়োজাহাজটি ফ্লাইট বাতিল করে এপ্রোনে নিয়ে আসা হয়েছে। যাত্রীর ফ্লাইট বাতিল হওয়ায় হোটেলে নিয়ে রাখা হয়েছে। 

এয়ারলাইনসটির একজন কর্মকর্তা বলেন, দুবাই থেকে ফ্লাইট দুবাইয়ের প্রকৌশলী দল ঢাকার পথে রওনা দিয়েছেন। তাঁরা এসে দেখবেন ক্ষতির পরিমাণ। যদি দ্রুত মেরামত সম্ভব হয় উড়োজাহাজটি যাত্রী নিয়ে ফিরে যাবে। 

দীর্ঘদিন ধরেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির আঘাতে উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বার্ড হিটে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকলেও দেশের প্রধান বিমানবন্দর এ থেকে সুরক্ষায় নেই কার্যকর পদক্ষেপ। কয়েক বছর ধরেই আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা কর্তৃপক্ষ বললেও দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। পাখি তাড়াতে ছয়জন বার্ড শুটার থাকলেও তাঁদের বন্দুকের সংকট রয়েছে। প্রয়োজনের তুলনায় শুটারের সংখ্যাও কম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত