বিশেষ প্রতিনিধি, ঢাকা
রাজধানীর আবদুল গণি রোডে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিবিএ নেতাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পিডিবির এই ভবনের শ্রমিক নেতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাটি ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র বলেছে।
বিদ্যুৎ ভবন সূত্র বলেছে, পাল্টাপাল্টি ধাওয়ায় বিএনপির বিদ্যুৎ খাতের শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের খলিলুর রহমান নামের একজনের মাথা ফেটে গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। এ ছাড়া হামলায় একই সংগঠনের আবদুল আলিম তালুকদারও আহত হয়েছেন বলে জানান জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বিএনপিপন্থীদের অভিযোগ, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি আমজাদ হোসেন, নুরুল ইসলামসহ তাঁদের অনুসারীরা শ্রমিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি আমজাদ হোসেন বহিরাগতদের নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। তারা পিডিবি দখল করার চেষ্টা করছে। তারা গত ১৬ বছরের বেশি সময় এই প্রতিষ্ঠানে অবাধ লুটপাট চালিয়েছে। এখন তারা আবার নিজেদের জাতীয়তাবাদী পরিচয় দিয়ে অপকর্ম করার চেষ্টা করছে।’
পিডিবির কর্মচারীরা বলেন, ৫ আগস্টের আগপর্যন্ত আমজাদ হোসেন আওয়ামী লীগের শ্রমিক সংগঠন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সহসভাপতি ছিলেন, তাঁর সহযোগী ছিলেন নুরুল ইসলাম। এরপর গত ২০ ফেব্রুয়ারি পিডিবির শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি হিসেবে আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম নিজেদের নাম ঘোষণা করেন। বিদ্যুৎ খাতে বিএনপির এই সংগঠনের কমিটি রয়েছে।
পিডিবির কর্মচারীরা আরও জানান, কাজী আমজাদ হোসেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি পিডিবির সিভিল ওয়ার্ক শাখার সদস্য হিসেবে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সংগঠনের সদস্য চাঁদা দিয়েছেন। এখন তিনি আবার বিএনপিপন্থী শ্রমিক সংগঠনের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করায় বেশ কয়েক দিন ধরে পিডিবির দুই ভবনে উত্তেজনা চলছিল।
রাজধানীর আবদুল গণি রোডে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিবিএ নেতাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পিডিবির এই ভবনের শ্রমিক নেতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাটি ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র বলেছে।
বিদ্যুৎ ভবন সূত্র বলেছে, পাল্টাপাল্টি ধাওয়ায় বিএনপির বিদ্যুৎ খাতের শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের খলিলুর রহমান নামের একজনের মাথা ফেটে গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। এ ছাড়া হামলায় একই সংগঠনের আবদুল আলিম তালুকদারও আহত হয়েছেন বলে জানান জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বিএনপিপন্থীদের অভিযোগ, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি আমজাদ হোসেন, নুরুল ইসলামসহ তাঁদের অনুসারীরা শ্রমিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি আমজাদ হোসেন বহিরাগতদের নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। তারা পিডিবি দখল করার চেষ্টা করছে। তারা গত ১৬ বছরের বেশি সময় এই প্রতিষ্ঠানে অবাধ লুটপাট চালিয়েছে। এখন তারা আবার নিজেদের জাতীয়তাবাদী পরিচয় দিয়ে অপকর্ম করার চেষ্টা করছে।’
পিডিবির কর্মচারীরা বলেন, ৫ আগস্টের আগপর্যন্ত আমজাদ হোসেন আওয়ামী লীগের শ্রমিক সংগঠন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সহসভাপতি ছিলেন, তাঁর সহযোগী ছিলেন নুরুল ইসলাম। এরপর গত ২০ ফেব্রুয়ারি পিডিবির শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি হিসেবে আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম নিজেদের নাম ঘোষণা করেন। বিদ্যুৎ খাতে বিএনপির এই সংগঠনের কমিটি রয়েছে।
পিডিবির কর্মচারীরা আরও জানান, কাজী আমজাদ হোসেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি পিডিবির সিভিল ওয়ার্ক শাখার সদস্য হিসেবে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সংগঠনের সদস্য চাঁদা দিয়েছেন। এখন তিনি আবার বিএনপিপন্থী শ্রমিক সংগঠনের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করায় বেশ কয়েক দিন ধরে পিডিবির দুই ভবনে উত্তেজনা চলছিল।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে হতাহতের ঘটনায় নিন্দা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ ২১ বিশিষ্ট নাগরিক। আজ শনিবার (১৯ জুলাই) গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়।
১ ঘণ্টা আগেসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
২ ঘণ্টা আগেজাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর), বিশ্বজুড়ে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় রাষ্ট্রপুঞ্জের প্রধান সংস্থা হিসেবে কাজ করে। ১৯৯৩ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত এই সংস্থা জাতিসংঘ সচিবালয়ের একটি বিভাগ হিসেবে পরিচালিত হয়। এ সংস্থার ম্যান্ডেট জাতিসংঘের সনদ...
৭ ঘণ্টা আগেবাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) মিশন শুরু হয়েছে। এ লক্ষ্যে ৩ বছরের জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর সমাজের বিভিন্ন স্তর থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে