Ajker Patrika

নির্বাচন পর্যবেক্ষণে মার্কিন পর্যবেক্ষক দল বাংলাদেশে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
নির্বাচন পর্যবেক্ষণে মার্কিন পর্যবেক্ষক দল বাংলাদেশে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের দুই গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছেছে। 

আজ রোববার এনডিআই ও আইআরআই এক যুক্ত বিবৃতিতে এ কথা জানিয়েছে। 

এই পাঁচজনের সবাই বিশ্লেষক। তাঁরা ছয় থেকে আট সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন। নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে অনুমোদন নিয়েছে প্রতিনিধি দলটি।

দুই প্রতিষ্ঠানের হয়ে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আরও সাতজন বিশেষজ্ঞ বাংলাদেশে আসবেন। 

এনডিআই ও আইআরআই জানায়, প্রতিনিধি দলটি নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনাগুলোর ওপর নজর রাখবে। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীগুলোর প্রতি সহিংসতা ও অনলাইনে হুমকি ও হয়রানিসহ নির্বাচনী সহিংসতার প্রবণতাগুলোর তাঁরা বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন। সহিংসতা মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কী ভূমিকা নেয়, প্রতিনিধি দলটি তাও দেখবে। 

নির্বাচনের পর প্রতিনিধি দলটি সহিংসতা কমাতে কিছু সুপারিশসহ একটি মূল্যায়ন প্রতিবেদন দেবে। এনডিআই ও আইআরআই এর আগে গত অক্টোবরে এক প্রাক-পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে পাঠিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত