Ajker Patrika

ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের ওপর ইসরাইলের সামরিক হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশ বলেছে, এই হামলা জাতিসংঘ সনদসহ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে ইরানের ওপর সাম্প্রতিক ইসরাইলি সামরিক হামলার নিন্দা জানায়। এই ধরনের পদক্ষেপগুলোকে ইরানের সার্বভৌমত্ব এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।’

এতে বলা হয়, বৃহত্তর সংঘাত এড়াতে সংযমের চর্চার পাশাপাশি বাড়তি উত্তেজনা প্রতিরোধে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানায় বাংলাদেশ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের উসকানি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সুদূরপ্রসারী পরিণতিসহ ইতিমধ্যেই ভঙ্গুর অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি তৈরি করেছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের যে কোনো অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক নিয়ম, সংলাপ ও সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতিই সর্বোত্তম পন্থা হিসেবে আমরা গুরুত্ব দেই।’

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্থায়ী শান্তি কার্যকরের ক্ষেত্রে ‘কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধাকে’ একমাত্র উপায়। স্থিতিশীল মধ্যপ্রাচ্য গড়তে সম্মিলিতভাবে কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত