আজাদুল আদনান, ঢাকা
কঠোর বিধিনিষেধের মধ্যেই অব্যাহত রয়েছে করোনার ভয়াবহ তাণ্ডব। টানা লকডাউনের ১২তম দিনেও গতকাল সোমবার সর্বোচ্চ সংক্রমণ ও দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে বাংলাদেশ। হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। বাড়ছে রোগীদের হাহাকার। পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে আশাবাদী হতে পারছে না কেউই।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে সংক্রমণ সর্বোচ্চ চূড়ায়, যা আরও অন্তত এক সপ্তাহ থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, শনাক্ত ও মৃদু লক্ষণের রোগীদের চিকিৎসার আওতায় আনতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। লকডাউন জারি থাকলেও প্রভাব নেই জনজীবনে। ফলে সংক্রমণের চেইন ভাঙা যাচ্ছে না। এর মধ্যেই কঠোর বিধিনিষেধ শিথিল করায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রাজধানীর কয়েকটি হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, ভর্তি হওয়া প্রায় সব রোগীরই অক্সিজেন লাগছে। কারও কম, কারও বেশি। এর মধ্যে সারাক্ষণ অক্সিজেন প্রয়োজন হচ্ছে প্রায় অর্ধেক রোগীর।
এ মাসের শুরুতে রাজধানীর ১৬ হাসপাতালে কোভিড শয্যা খালি ছিল ১ হাজার ৮৫৫টি, গতকাল তা ১ হাজার ২০০–তে নেমেছে। একই সময়ে ২১২টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ফাঁকা ছিল, সেখানে আছে ৭৮টি। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম বলেন, রোগীদের চাপ অনেক বেড়েছে। কোনো শয্যাই এখন খালি নেই। অক্সিজেন সরবরাহে টান টান অবস্থা। এমতাবস্থায় আগামী কয়েক দিনের মধ্যে ২০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন অক্সিজেন ট্যাংক বসানো হচ্ছে।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অসীম কুমার নাথ বলছেন, সব রোগীর অক্সিজেন–সহায়তা লাগছে। এর মধ্যে অধিকাংশের দৈনিক ৩০ থেকে ৪০ লিটার অক্সিজেন লাগছে। সব রোগীর যদি ৩০ লিটার করে অক্সিজেন লাগে, তাহলে সরবরাহ অসম্ভব হবে।
এদিকে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেডিকেলে অক্সিজেনের চাহিদা। গত এপ্রিলে সংক্রমণের দ্বিতীয় চূড়ায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ৫ শতাংশ, বর্তমানে যা ৭ শতাংশের বেশি। এতে করে অক্সিজেনের চাহিদা বেড়েছে দ্বিগুণ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, স্বাভাবিক সময়ে দেশে সরকারি–বেসরকারি হাসপাতালে দৈনিক অক্সিজেনের চাহিদা ১০০ টনের মতো। তবে এপ্রিলে উচ্চ সংক্রমণের সময় চাহিদা বেড়ে ১৪০ থেকে ১৫০ টন পর্যন্ত ওঠে। বর্তমানে সংক্রমণের মাত্রা অনেক বেশি হওয়ায় গত আড়াই মাসের ব্যবধানে ২০০ থেকে ২১০ টনে দাঁড়িয়েছে, যা এপ্রিলের তুলনায় ৪০ শতাংশ বেশি।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেনের মতে, সংকটাপন্ন এই মুহূর্তে মৃত্যু কমাতে হলে মৃদু লক্ষণের রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রতিদিন ১১ হাজারের বেশি রোগী শনাক্ত হলেও হাসপাতালে ভর্তি হতে পারছেন খুবই কম। তিনি বলেন, সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়েছে। গ্রামাঞ্চলে ঝুঁকিপূর্ণ মাধ্যমগুলোর মধ্যে রয়েছে হাটবাজার ও মসজিদ। এগুলোতে মানুষের ভিড় লেগেই আছে। সংক্রমণ নিয়ন্ত্রণে বিভাগীয় হাসপাতাল ও যেখানে আইসিইউ স্থাপনের সুযোগ আছে, সেখানেই কেবল আইসিইউ করা যেতে পারে। বাকি স্থানে দ্রুত আইসোলেশন তৈরি করা দরকার বলেও জানান মুশতাক হোসেন।
কঠোর বিধিনিষেধের মধ্যেই অব্যাহত রয়েছে করোনার ভয়াবহ তাণ্ডব। টানা লকডাউনের ১২তম দিনেও গতকাল সোমবার সর্বোচ্চ সংক্রমণ ও দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে বাংলাদেশ। হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। বাড়ছে রোগীদের হাহাকার। পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে আশাবাদী হতে পারছে না কেউই।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে সংক্রমণ সর্বোচ্চ চূড়ায়, যা আরও অন্তত এক সপ্তাহ থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, শনাক্ত ও মৃদু লক্ষণের রোগীদের চিকিৎসার আওতায় আনতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। লকডাউন জারি থাকলেও প্রভাব নেই জনজীবনে। ফলে সংক্রমণের চেইন ভাঙা যাচ্ছে না। এর মধ্যেই কঠোর বিধিনিষেধ শিথিল করায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রাজধানীর কয়েকটি হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, ভর্তি হওয়া প্রায় সব রোগীরই অক্সিজেন লাগছে। কারও কম, কারও বেশি। এর মধ্যে সারাক্ষণ অক্সিজেন প্রয়োজন হচ্ছে প্রায় অর্ধেক রোগীর।
এ মাসের শুরুতে রাজধানীর ১৬ হাসপাতালে কোভিড শয্যা খালি ছিল ১ হাজার ৮৫৫টি, গতকাল তা ১ হাজার ২০০–তে নেমেছে। একই সময়ে ২১২টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ফাঁকা ছিল, সেখানে আছে ৭৮টি। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম বলেন, রোগীদের চাপ অনেক বেড়েছে। কোনো শয্যাই এখন খালি নেই। অক্সিজেন সরবরাহে টান টান অবস্থা। এমতাবস্থায় আগামী কয়েক দিনের মধ্যে ২০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন অক্সিজেন ট্যাংক বসানো হচ্ছে।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অসীম কুমার নাথ বলছেন, সব রোগীর অক্সিজেন–সহায়তা লাগছে। এর মধ্যে অধিকাংশের দৈনিক ৩০ থেকে ৪০ লিটার অক্সিজেন লাগছে। সব রোগীর যদি ৩০ লিটার করে অক্সিজেন লাগে, তাহলে সরবরাহ অসম্ভব হবে।
এদিকে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেডিকেলে অক্সিজেনের চাহিদা। গত এপ্রিলে সংক্রমণের দ্বিতীয় চূড়ায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ৫ শতাংশ, বর্তমানে যা ৭ শতাংশের বেশি। এতে করে অক্সিজেনের চাহিদা বেড়েছে দ্বিগুণ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, স্বাভাবিক সময়ে দেশে সরকারি–বেসরকারি হাসপাতালে দৈনিক অক্সিজেনের চাহিদা ১০০ টনের মতো। তবে এপ্রিলে উচ্চ সংক্রমণের সময় চাহিদা বেড়ে ১৪০ থেকে ১৫০ টন পর্যন্ত ওঠে। বর্তমানে সংক্রমণের মাত্রা অনেক বেশি হওয়ায় গত আড়াই মাসের ব্যবধানে ২০০ থেকে ২১০ টনে দাঁড়িয়েছে, যা এপ্রিলের তুলনায় ৪০ শতাংশ বেশি।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেনের মতে, সংকটাপন্ন এই মুহূর্তে মৃত্যু কমাতে হলে মৃদু লক্ষণের রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রতিদিন ১১ হাজারের বেশি রোগী শনাক্ত হলেও হাসপাতালে ভর্তি হতে পারছেন খুবই কম। তিনি বলেন, সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়েছে। গ্রামাঞ্চলে ঝুঁকিপূর্ণ মাধ্যমগুলোর মধ্যে রয়েছে হাটবাজার ও মসজিদ। এগুলোতে মানুষের ভিড় লেগেই আছে। সংক্রমণ নিয়ন্ত্রণে বিভাগীয় হাসপাতাল ও যেখানে আইসিইউ স্থাপনের সুযোগ আছে, সেখানেই কেবল আইসিইউ করা যেতে পারে। বাকি স্থানে দ্রুত আইসোলেশন তৈরি করা দরকার বলেও জানান মুশতাক হোসেন।
এজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
১৯ মিনিট আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
৩৫ মিনিট আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
২ ঘণ্টা আগেনিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) আসন্ন নির্বাচনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থী হয়েছেন ৩৮ জন। গতকাল শনিবার বিকেলে যাচাই-বাছাই শেষে রাতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে নির্বাচন
৩ ঘণ্টা আগে