Ajker Patrika

সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নির্ঝঞ্ঝাট হবে: চীনা রাষ্ট্রদূতের আশাবাদ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে স্থিতিশীলতা আসবে এবং এখানকার মানুষ ঐক্যবদ্ধ থাকবে—এমনটি আশা করে চীন। দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে বন্ধুরাষ্ট্র হিসেবে চীন আশা করে—এখানকার সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়াটি নির্ঝঞ্ঝাট হবে, স্থিতিশীলতা বজায় থাকবে, মানুষ ঐক্যবদ্ধ থাকবে এবং উন্নয়ন অব্যাহত থাকবে।

ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি দৃঢ়ভাবে সমর্থন করে। বাংলাদেশের মানুষের স্থানীয় চাহিদা অনুযায়ী উন্নয়ন প্রক্রিয়া বেছে নেওয়ার বিষয়টিকেও চীন শ্রদ্ধা করে।

রাষ্ট্রদূত জানান, গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত চীনের ৩০টি প্রতিষ্ঠান বাংলাদেশে ২৩ কোটি ডলার বিনিয়োগ নিয়ে এসেছে। চীন সরকার দেশটির উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বিনিয়োগ করতে উৎসাহিত করবে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের প্রথম দ্বিপক্ষীয় সফরের জন্য চীনকে বেছে নেওয়ার কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে, উপদেষ্টার সফরে এটা স্পষ্ট হয়। রাষ্ট্রদূত বলেন, সফরটির সময় দুই দেশ পরস্পরের মূল স্বার্থ ও বড় উদ্বেগগুলোয় সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে।

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপনকে সামনে রেখে অনেক অনুষ্ঠান আয়োজন করা হবে—এমনটি জানিয়ে রাষ্ট্রদূত বলেন, তাঁর দেশ চায় দ্বিপক্ষীয় সম্পর্কের এই মাইলফলক পরবর্তী ৫০ বছরের জন্য দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, কার্যকর যোগাযোগ ও বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার মাধ্যমে সমন্বিত কৌশলগত অংশীদারত্বের জন্য নতুন সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকুক।

বাংলাদেশকে দেওয়া ঋণের বিষয়ে বিভিন্ন সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, চীন ঋণের ক্ষেত্রে কোনো ধরনের শর্ত দেয় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত