কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে স্থিতিশীলতা আসবে এবং এখানকার মানুষ ঐক্যবদ্ধ থাকবে—এমনটি আশা করে চীন। দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে বন্ধুরাষ্ট্র হিসেবে চীন আশা করে—এখানকার সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়াটি নির্ঝঞ্ঝাট হবে, স্থিতিশীলতা বজায় থাকবে, মানুষ ঐক্যবদ্ধ থাকবে এবং উন্নয়ন অব্যাহত থাকবে।
ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি দৃঢ়ভাবে সমর্থন করে। বাংলাদেশের মানুষের স্থানীয় চাহিদা অনুযায়ী উন্নয়ন প্রক্রিয়া বেছে নেওয়ার বিষয়টিকেও চীন শ্রদ্ধা করে।
রাষ্ট্রদূত জানান, গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত চীনের ৩০টি প্রতিষ্ঠান বাংলাদেশে ২৩ কোটি ডলার বিনিয়োগ নিয়ে এসেছে। চীন সরকার দেশটির উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বিনিয়োগ করতে উৎসাহিত করবে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের প্রথম দ্বিপক্ষীয় সফরের জন্য চীনকে বেছে নেওয়ার কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে, উপদেষ্টার সফরে এটা স্পষ্ট হয়। রাষ্ট্রদূত বলেন, সফরটির সময় দুই দেশ পরস্পরের মূল স্বার্থ ও বড় উদ্বেগগুলোয় সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে।
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদ্যাপনকে সামনে রেখে অনেক অনুষ্ঠান আয়োজন করা হবে—এমনটি জানিয়ে রাষ্ট্রদূত বলেন, তাঁর দেশ চায় দ্বিপক্ষীয় সম্পর্কের এই মাইলফলক পরবর্তী ৫০ বছরের জন্য দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, কার্যকর যোগাযোগ ও বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার মাধ্যমে সমন্বিত কৌশলগত অংশীদারত্বের জন্য নতুন সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকুক।
বাংলাদেশকে দেওয়া ঋণের বিষয়ে বিভিন্ন সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, চীন ঋণের ক্ষেত্রে কোনো ধরনের শর্ত দেয় না।
বাংলাদেশে স্থিতিশীলতা আসবে এবং এখানকার মানুষ ঐক্যবদ্ধ থাকবে—এমনটি আশা করে চীন। দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে বন্ধুরাষ্ট্র হিসেবে চীন আশা করে—এখানকার সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়াটি নির্ঝঞ্ঝাট হবে, স্থিতিশীলতা বজায় থাকবে, মানুষ ঐক্যবদ্ধ থাকবে এবং উন্নয়ন অব্যাহত থাকবে।
ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি দৃঢ়ভাবে সমর্থন করে। বাংলাদেশের মানুষের স্থানীয় চাহিদা অনুযায়ী উন্নয়ন প্রক্রিয়া বেছে নেওয়ার বিষয়টিকেও চীন শ্রদ্ধা করে।
রাষ্ট্রদূত জানান, গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত চীনের ৩০টি প্রতিষ্ঠান বাংলাদেশে ২৩ কোটি ডলার বিনিয়োগ নিয়ে এসেছে। চীন সরকার দেশটির উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বিনিয়োগ করতে উৎসাহিত করবে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের প্রথম দ্বিপক্ষীয় সফরের জন্য চীনকে বেছে নেওয়ার কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে, উপদেষ্টার সফরে এটা স্পষ্ট হয়। রাষ্ট্রদূত বলেন, সফরটির সময় দুই দেশ পরস্পরের মূল স্বার্থ ও বড় উদ্বেগগুলোয় সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে।
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদ্যাপনকে সামনে রেখে অনেক অনুষ্ঠান আয়োজন করা হবে—এমনটি জানিয়ে রাষ্ট্রদূত বলেন, তাঁর দেশ চায় দ্বিপক্ষীয় সম্পর্কের এই মাইলফলক পরবর্তী ৫০ বছরের জন্য দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, কার্যকর যোগাযোগ ও বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার মাধ্যমে সমন্বিত কৌশলগত অংশীদারত্বের জন্য নতুন সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকুক।
বাংলাদেশকে দেওয়া ঋণের বিষয়ে বিভিন্ন সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, চীন ঋণের ক্ষেত্রে কোনো ধরনের শর্ত দেয় না।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৩৭ মিনিট আগেজাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর), বিশ্বজুড়ে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় রাষ্ট্রপুঞ্জের প্রধান সংস্থা হিসেবে কাজ করে। ১৯৯৩ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত এই সংস্থা জাতিসংঘ সচিবালয়ের একটি বিভাগ হিসেবে পরিচালিত হয়। এ সংস্থার ম্যান্ডেট জাতিসংঘের সনদ...
৫ ঘণ্টা আগেবাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) মিশন শুরু হয়েছে। এ লক্ষ্যে ৩ বছরের জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর সমাজের বিভিন্ন স্তর থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
৯ ঘণ্টা আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এই মন্ত্রণালয়কে আরও সুরক্ষিত করতে প্রবেশ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে। বিশেষ করে দর্শনার্থীদের যথেচ্ছ চলাফেরা নিয়ন্ত্রণ করা এর উদ্দেশ্য।
১৯ ঘণ্টা আগে