Ajker Patrika

ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান যুক্তিসংগত: চীনা রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান যুক্তিসংগত: চীনা রাষ্ট্রদূত

ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান যুক্তিসংগত বলে মন্তব্য করেছেন ঢাকার চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়। আর চীনের অবস্থানও একই। 

আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বসন্ত সংলাপের আয়োজন করে ঢাকার চীন দূতাবাস। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এ সংলাপ যৌথভাবে আয়োজন করে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) ও ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

ইউক্রেন সংকটে অঞ্চলে শান্তি স্থাপনে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে রাষ্ট্রদূত বলেন, ‘রাশিয়া চীনসহ বিশ্বের অনেক দেশের বেশ ভালো বন্ধু। তবে বর্তমানে প্রথমে সেখানে উত্তেজনা কমাতে হবে। দ্বিতীয়ত ভয়াবহ মানবিক সংকট তৈরি যাতে না হয় পক্ষগুলোকে সেই মোতাবেক কাজ করতে হবে। আর তৃতীয়ত এ সংকট তৈরি হওয়ার পেছনের আসল কারণ তদন্ত করে বের করতে হবে।’

যুদ্ধের পেছনের কারণ নিয়ে প্রশ্ন করলে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘এর ঐতিহাসিক ও ভূরাজনৈতিক দিক রয়েছে।’ এ সংকটে কি রাশিয়ার পক্ষ নিয়েছে চীন? এর উত্তরে তিনি বলেন, ‘এটি ঠিক বলা যাবে না। কারণ চীন রাশিয়া ও ইউক্রেন দুই দেশেরই ভালো বন্ধু। দুই প্রতিবেশী বা বন্ধুর যুদ্ধে আমরা কারও পক্ষই নিইনি। বরং তাদের শান্ত করতে কাজ করেছে চীন, যাতে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হয়।’

লি জিমিং বলেন, ‘চীন জাতিসংঘে যে ভূমিকা নিয়েছে, বাংলাদেশও ঠিক একই ভূমিকা নিয়েছে। আমরা দুই দেশই ভোটদানে বিরত থেকেছি। আমার মনে হয় এটি যুক্তিসংগত অবস্থান। বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়। আর চীনের অবস্থানও একই।’

চীনের সহায়তায় বাংলাদেশে ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন করলে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘আমার কাছে এ সম্পর্কে কোনও তথ্য নেই। আমরা এটুকু বলতে চাই, বাংলাদেশসহ কোনও দেশে চীনের সামরিক স্থাপনা নেই। যদি কিছু থাকে সেটি হচ্ছে মেরামত করার জন্য কারখানা এবং সেটিও বাংলাদেশের সরকারের প্রয়োজন অনুযায়ী। তবে আমি নিশ্চিত করে এখন কিছু বলতে পারছি না। আমি বেইজিংয়ের কাছে এ বিষয়ে তথ্য চাইব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষিকা থাকেন ঢাকায়, খালিয়াজুরীতে তাঁর নামে স্বাক্ষর করেন স্নাতকপড়ুয়া

জাকির নায়েক বিতর্কে ভারতের প্রতিক্রিয়ার যে জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

সকাল থেকে রাজধানীতে তীব্র যানজট, কারণ জানাল ডিএমপি

বিকাশ ও নগদ ছাড়াই দেশে আন্তএমএফএস লেনদেন চালু

সৌদি সরকারের দেওয়া দুম্বার মাংস: মনিরামপুরে বিতরণে ১২০ প্যাকেট হাওয়া

এলাকার খবর
Loading...