Ajker Patrika

বড় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য দরকার: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ২৩: ৩৭
বড় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য দরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরদিন আজ শুক্রবার দফায় দফায় বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। তাঁদের আলোচনায় যে কয়েকটি বিষয় গুরুত্ব পেয়েছে, এর মধ্যে একটি ছিল বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সরকার কী নীতি অনুসরণ করবে। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, সরকার পররাষ্ট্র বিষয়ে, বিশেষ করে বড় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাতেই জোর দিচ্ছে। 

তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, সরকার সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। বড় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের ভারসাম্য বজায় রাখা দরকার। 

বৈষম্যবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর শূন্যতা দেখা দিলে অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। হাসিনার পদত্যাগের আগে-পরে সংগঠিত সহিংসতায় নিহত হন বিভিন্ন বয়সের পাঁচশতাধিক মানুষ। আহত হন হয়েক হাজার ব্যক্তি। হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের অসংখ্য ঘটনা ঘটে। স্থানীয় মানবাধিকার সংগঠন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশ, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে। 

এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতেই নতুন সরকার অগ্রাধিকার দিচ্ছে। তৌহিদ হোসেন বলেন, এ মূহুর্তে আইনশৃঙ্খলা পুনপ্রতিষ্ঠাই প্রধান অগ্রাধিকার। এটি করা গেলে অন্যদিকগুলো ঠিক হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত